
পরশুরাম প্রতিনিধি->>
“মুজিববর্ষে ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল ম্যারাথন” প্রতিপাদ্যকে সামনে রেখে পরশুরাম উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশ শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হওয়া ম্যারাথন দৌড় বক্সমাহমুদ সড়ক হয়ে সলিয়া হয়ে ফেনী-পরশুরাম সড়ক হয়ে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে ম্যারাথন দৌড় শেষ করেন।
পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন আক্তারের নেতৃত্বে ম্যারাথন দৌড়ে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদার তপন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন আক্তার।
ম্যারাথন দৌড়ে অংশ নিয়েছেন পরশুরাম উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
Leave a Reply