
শহর প্রতিনিধি->>
ফেনী পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে। সোমবার সকালে জেলা নির্বাচনী কর্মকর্তার কার্যালয়ে জেলা রিটার্নিং অফিসার নাসির উদ্দিন পাটোয়ারী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দিয়েছেন।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ফেনী পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম স্বপন মিয়াজী (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী আলাল উদ্দিন আলাল (ধানের শীষ), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ইয়ামিন হাসান ইমন (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. গোলমুর রহমান আজম (হাতপাখা), বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন তারিকুল ইসলামকে (সিংহ) প্রতীক বরাদ্ধ দিয়েছে জেলা রিটার্নিং অফিসার।
এদিকে পৌরসভার ১৮টি সাধারণ ওয়ার্ডের মধ্যে ভোট হতে যাওয়া ৮টি সাধারণ ওয়ার্ডের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে। ৭নং ওয়ার্ডে ফজলুল হক তালুকদার (গাজর) ও বাহার মিয়া (উটপাখি), ৮নং ওয়ার্ডে মো. মফিজ উল্যা (উটপাখি) ও মো. রেজাউল গনি মজুমদার (ডালিম), ১০নং ওয়ার্ডে ফারুক উল্যাহ মজুমদার (ডালিম) ও মো. খালেদ খান (উটপাখি), ১২নং ওয়ার্ডে আবুল মনসুর নয়ন (টেবিল ল্যাম্প), নিজাম উদ্দিন (গাজর), মো. হারুন অর রশিদ মজুমদার (উটপাখি) ও মো.মোকছুদুল আলম টিপু (ডালিম), ১৪নং ওয়ার্ডে এম নুরুল ইসলাম (গাজর), তাজুল ইসলাম (ডালিম), নুরুল আলম দিদার (উটপাখি), ১৫নং ওয়ার্ডে মাহবুবুল হক (উটপাখি), মো. মিজানুর রহমান (ডালিম), মো. মাঈন উদ্দিন (গাজর), ১৭নং ওয়ার্ডে মো. নাছির উদ্দিন (ডালিম), মো. বেলাল হোসেন (গাজর), মো. মানিক (উটপাখি), ১৮নং ওয়ার্ডে সাইফুর রহমান সাইফু (উটপাখি), মো. শরিফুল ইসলাম (ডালিম), সালেহ মোহাম্মদ কাউছারকে (টেবিল ল্যাম্প) প্রতীক বরাদ্ধ দিয়েছে জেলা রিটার্নিং অফিসার।
অপরদিকে পৌরসভার ৬টি সংরক্ষিত নারী ওয়ার্ডের মধ্যে ভোট হতে যাওয়া একটি ওয়ার্ডে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে। সংরক্ষিত নারী ৫নং ওয়ার্ডে (১৩,১৪,১৫) মঞ্জু রানী দেবী (আনারস) রোকসানা আক্তারকে (চশমা) প্রতীক বরাদ্ধ দিয়েছে জেলা রিটার্নিং অফিসার।
এ পৌরসভায় কাউন্সিলর পদে একক প্রার্থী থাকায় ১০টি সাধারণ ওয়ার্ডে ও ৫টি সংরক্ষিত নারী ওয়ার্ডে নির্বাচনের প্রয়োজন হচ্ছে না। কাউন্সিললর পদে ১নং ওয়ার্ডে আশ্রাফুল আলম গীটার, ২নং ওয়ার্ডে লুৎফুর রহমান খুকন হাজারী, ৩নং ওয়ার্ডে মোঃ কহিনুর আলম, ৪নং ওয়ার্ডে মো. শাহাব উদ্দিন তছলিম, ৫নং ওয়ার্ডে জয়নাল আবেদীন হাজারী, ৬নং ওয়ার্ডে আবুল কালাম, ৯নং ওয়ার্ডে সাইফুল ইসলাম তানজিম, ১১নং ওয়ার্ডে গোলাম মেহেদী আলম চৌধুরি, ১৩নং ওয়ার্ডে নাসির উদ্দিন খান, ১৬নং ওয়ার্ডে আমির হোসেন বাহার বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।
সংরক্ষিত নারী কাউন্সিলর পদের মধ্যে ১নং ওয়ার্ডে (১,২,৩) হাছিনা আক্তার নিঝুম, ২নং ওয়ার্ডে (৪,৫,৬) মোসা. জেসমিন আক্তার, ৩নং ওয়ার্ডে (৭,৮,৯) সেলিনা চৌধুরি সেলি, ৪নং ওয়ার্ডে (১০,১১,১২) ফেরদৌস আরা ঝর্ণা, ৬নং ওয়ার্ডে (১৬,১৭,১৮) ফেরদাউস আরা বেগম বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।
রির্টানিং অফিসা সূত্র আরো জানায়, ফেনী পৌরসভায় আগামী ৩০ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তৃতীয় ধাপে অনুষ্ঠিত এ পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ হবে।
Leave a Reply