
নিজস্ব প্রতিবেদক->>
ফেনী পৌরসভা নির্বাচনে সাধারণ ও সংরক্ষিত মিলিয়ে ১৫টি ওয়ার্ডে একক প্রার্থী থাকায় সরকার দল আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে চলেছেন। রোববার মনোনয়ন প্রত্যহারের শেষ দিনে কয়েকটি ওয়ার্ডে প্রার্থীরা তাদের মনোননয়ন পত্র প্রত্যাহার করে নেওয়ায় ১৫টি ওয়ার্ডে একক প্রার্থী রয়েছে। এদের মধ্যে ১০টি সাধারণ ওয়ার্ড ও ৫টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে একজন করে রয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ১৮টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদের মধ্যে ১নং ওয়ার্ডে আশ্রাফুল আলম গীটার, ২নং ওয়ার্ডে লুৎফুর রহমান খোকন হাজারী, ৩নং ওয়ার্ডে মোঃ কহিনুর আলম, ৪নং ওয়ার্ডে মো. শাহাব উদ্দিন তছলিম, ৫নং ওয়ার্ডে জয়নাল আবেদীন হাজারী, ৬নং ওয়ার্ডে আবুল কালাম, ৯নং ওয়ার্ডে সাইফুল ইসলাম তানজিম, ১১নং ওয়ার্ডে গোলাম মেহেদী আলম চৌধুরি, ১৩নং ওয়ার্ডে নাসির উদ্দিন খান, ১৬নং ওয়ার্ডে আমির হোসেন বাহার একক প্রার্থী হিসেবে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে চলেছেন।
৬টি সংরক্ষিত ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদের মধ্যে ১নং ওয়ার্ডে (১,২,৩) হাছিনা আক্তার নিঝুম, ২নং ওয়ার্ডে (৪,৫,৬) মোসা. জেসমিন আক্তার, ৩নং ওয়ার্ডে (৭,৮,৯) সেলিনা চৌধুরি সেলি, ৪নং ওয়ার্ডে (১০,১১,১২) ফেরদৌস আরা ঝর্ণা, ৬নং ওয়ার্ডে (১৬,১৭,১৮) ফেরদাউস আরা বেগম একক প্রার্থী হিসেবে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে চলেছেন।
রির্টানিং অফিসা সূত্র আরো জানায়, এ পৌরসভায় ১৮টি সাধারণ ওয়ার্ডের মধ্যে ৮টি সাধারণ ওয়ার্ডে ২২ জন ও ৬টি সংরক্ষিত নারী ওয়ার্ডের মধ্যে একটি সংরক্ষিত ওয়ার্ডে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ১১ জানুয়ারি প্রতিক বরাদ্ধ ও ৩০ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তৃতীয় ধাপে অনুষ্ঠিত এ পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ হবে।
Leave a Reply