
শহর প্রতিনিধি->>
ফেনীতে সিএনজিচালিত অটোরিকশা চাপায় মোহাম্মদ ইয়াসিন (৫৫) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার সকালে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত মোহাম্মদ ইয়াসিন জেলার ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ হাইস্কুলের প্রধান শিক্ষক ছিলেন।পাঁচ সন্তানের জনক মোহাম্মদ ইয়াসিনের বাড়ি সোনাগাজী উপজেলায়। তিনি ফেনী শহরে ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান এফএম আজিজুল হক মানিক জানান, গত ৩০ ডিসেম্বর বুধবার রাতে ফেনী শহরের শান্তি কোম্পানি রোড এর মোড মিশন হাসপাতালের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি সিএনজিচালিত অটোরিকশা প্রধান শিক্ষক ইয়াসিনকে চাপা দেয়। এতে তিনি গুরুত্বর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রামে প্রেরণ করা হয়। চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেখানে শুক্রবার সকালে তিনি মারা যান।
শুক্রবার বিকেলে সোনাগাজী উপজেলায় নিজ পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে।
Leave a Reply