
শহর প্রতিনিধি->>
ফেনীতে স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক না পরায় ৩ জনের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে শহরের মিজান রোড ও কলেজ রোড এলাকায় ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার রজত বিশ্বাস অভিযান পরিচালনা করে অর্থদন্ড (জরিমানা) আদায় করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রজত বিশ্বাস জানান, করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে সরকারী নির্দেশনা অনুযায়ী মাস্ক পরা নিশ্চিত করতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। অভিযানে মিজান রোডের গ্র্যান্ড হক টাওয়ার ও কলেজ রোডে শহীদ হোসেন উদ্দিন বিপনী বিতান এলাকায় ক্রেতা ও পথচারীদের মাঝে মাস্ক পরিধান না করায় ৩ জনকে ৫শ টাকা জরিমানা করা হয়। অভিযানে ৩০ জন পথচারীর মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply