আন্তর্জাতিক, বিজ্ঞান ও প্রযুক্তি, স্বাস্থ্য | তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২০ | নিউজ টি পড়া হয়েছেঃ 11557 বার

আন্তর্জাতিক ডেস্ক->>
‘নায়গলেরিয়া ফাওলেরি’ মস্তিষ্কে প্রদাহ সৃষ্টিকারী একটি এক-কোষী অ্যামিবা। এ দ্বারা আক্রান্ত হলে মানুষের মৃত্যু হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের ধারণা, এটি মানুষের মগজ খেয়ে ফেলে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাসের লেক জ্যাকসন নামের শহরে এই জীবাণুর উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এরপর থেকেই সেখানে বাসিন্দাদের পানি ব্যবহারে সতর্ক করে দেয়া হয়েছে। এ খবর দিয়েছে বিবিসি।
খবরে বলা হয়েছে, এই জীবাণু পানিতে নিজে থেকেই জন্ম নেয়। বিশ্বের সব দেশেই এই নাইগলেরিয়া ফাওলেরি ব্যাকটেরিয়া জন্মাতে পারে।
লেক জ্যাকসনের নগর কর্তৃপক্ষ পরের দিকে জানান, মানুষ এখন কলের পানি ব্যবহার করতে পারবে। কিন্তু ওই পানি খাবার আগে তা যেন ভালো করে ফুটিয়ে নেয়া হয়। বাসিন্দাদের অন্যান্য আরো কিছু বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। গোসল করার সময় তারা যেন সতর্ক থাকেন যাতে নাক বা মুখের মধ্য দিয়ে পানি চলে না যায়।
Leave a Reply