ক্রিড়া প্রতিবেদক->>

শেখ কামাল অনুর্ধ ১৮ ডিভিশনল ক্রিকেট টুর্নামেন্টে সোমবারের খেলায় ব্রাহ্মণবাড়িয়া জেলা দলের বিপক্ষে ফেনী জেলা দল ১৪০ রানে জয় লাভ করেছে।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্র দেব নাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় টসে জিতে ফেনী জেলা দল ব্যট করে।

নির্ধারিত ৫০ ওভারে ১৭৫ রান করে ফেনী জেলাৈ দল। দলের পক্ষে ইমন ৫৬ রান, শুভ ২৬ রান, রনি ১৯ রান করেন। পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া জেলা দল ব্যাট করতে নেমে ২০ ওভারে ৩৫ রানে অলআউট হয়ে যায়।

ফেনী জেলা দলের পক্ষে আরমান ৫ উইকেট, রনি ২ উইকেট, রাফি ২ উইকেট নেন।