শহর প্রতিনিধি->>

ফেনীতে যাত্রীবাহি বাসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। রোববার রাত ৯টার দিকে ফেনী-নোয়াখালী মহাসড়কের সদর উপজেলার মহিপাল এলাকায় এ দূঘটনা ঘটে।

ফেনী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা আবদুল মজিদ বলেন, রাতে একটি যাত্রীবাহি বাসে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যেয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ফেনী-নোয়াখালী রুটে চলাচলকারী সুগন্ধা পরিবহনের একটি বাস পুরে যায়।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, আগুনের খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবহন মালিক মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। পুলিশ ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চালাচ্ছে।

ফেনীর পুলিশ সুপার (এসপি) জাকির হাসান জানান, হরতালে সড়ক-মহাসড়কে নাশকতা এড়াতে ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনে রাখতে পুলিশের একাধিক টিম কাজ করছে। পুলিশের পাশাপাশি র‍্যাব ও বিজিবির সদস্যরা টহলে আছে।

এরআগে টানা ৪৮ ঘন্টার হরতাল সমর্থনে শনিবার মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার লালপোল এলাকায় মালবাহী একটি কাভার্ডভ্যানে আগুন দেয় দূর্বৃত্তরা।