শহর প্রতিনিধি->>

ফেনীতে রোববার ভোর থেকে ৪৮ ঘন্টার টানা হরতাল সমর্থনে মশাল মিছিল করেছে জেলা যুবদলের সদস্যরা।

এক দফা দাবী আদায়ে শনিবার সন্ধ্যায় ফেনী – নোয়াখালী মহাসড়কে সদর উপজেলার পাঁচগাছিয়া অংশে মশাল জ্বালিয়ে হরতাল সমর্থনে নেতা-কর্মীরা মিছিল করে বলে জানান পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেড মেসবা উদ্দিন ভূঞা।

নেতা-কর্মীরা এ সময় হরতাল সমর্থনে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন। হঠাৎ মশাল মিছিলে ওই অংশে কিছুটা আতঙ্ক তৈরি হয়।

মিছিলে জেলা যুবদল নেতা ইসমাইল হোসেন সবুজ, নাছির উদ্দীনসহ ২০/২৫ জন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।