ফুলগাজী প্রতিনিধি->>

ফেনীতে ঘূর্ণিঝড় মিধিলি ও ভারতীয় উজানের ঢলে মুহুরী নদীর পানি বিপৎসীমা ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রভাহিত হচ্ছে। প্রবল পানির তোরে শনিবার সকাল থেকে মুহুরী নদীর গার্ডারের নিচ দিয়ে পানি ঢুকে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়ক প্লাবিত হয়। নদীর পানিতে ফুলগাজী বাজার প্লাবিত হয়েছে।

ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম মজুমদার জানান, ফুলগাজীর কাঁচা বাজার সংলগ্ন এলাকায় মুহুরী নদীর গার্ডারের নিচ দিয়ে পানি বাজারে প্রবেশ করে। এতে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের কিছু অংশ পানি বাড়ার সঙ্গে সঙ্গে প্লাবিত হয়।

ফুলগাজী বাজারের ব্যবসায়ী আব্দুর রহিম জানান, পানিতে বাজারের ব্যবসায়ীদের মালপত্রের ব্যাপক ক্ষতি হয়। বাজারের গার্ডওয়ালের নিচ দিয়ে পানি আসা বন্ধ না করলে আমাদের ব্যবসায়িদের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আরিফুর রহমান বলেন, পরশুরামের শালধরে মুহুরী বাঁধের পূর্বের একটি ভাঙ্গন অংশের মেরামত কাজ চলছিল। ভারতের উজানের পানি শনিবার সকালে বিপৎসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে থাকে। একপর্যায়ে নদীর পানি লোকালয়ে প্রবেশ করে। নদীর পানি কমার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। ফুলগাজী বাজারে গার্ডারের নিচ দিয়ে বাজারে যে পানি প্রবেশ করেছে সেটিও নদীর পানি কমার সাথে সাথে নেমে যাবে। বিকেলে নদীর পানি বিপৎসীমার ৩০ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হয়েছে।