পরশুরাম প্রতিনিধি->>

পরশুরামে নাশকতার মামলার আমাসি পৌর বিএনপির আহ্বায়ক ও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী ইউছুফ মাহফুজকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে কোলাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১০ নভেম্বর) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

পুলিশ জানায়, পরশুরাম উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন সড়কে বিএনপির ডাকা অবরোধ কর্মসূচিতে টায়ার জ্বালিয়ে আগুন দেয় কাজী ইউছুফ মাহফুজ।

এ ঘটনায় পরশুরাম মডেল থানায় একটি নাশকতার মামলা দায়ের করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে পৌর এলাকার কোলাপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে বিভিন্ন নাশকতার অভিযোগ রয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।