দাগনভূঞা প্রতিনিধি->>

দাগনভূঞায় মামুনুর রশিদ মামুন নামে সিএনজিচালিত এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে জায়লস্কর ৪ বিজিবি ক্যাম্প সংলগ্ন রাস্তার ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মামুন উত্তর বারাহিগোবিন্ধ এলাকার মৃত বোরহান উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন।

বর্তমানে দেশে এসে তিনি অটোরিকশা চালাতেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে মামুনকে রাস্তায় পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দিলে তার ভগ্নিপতি ও পরিবারের সদস্যরা তাকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত মামুনের ভাই জিয়াউল হক জানান, তার হৃদরোগ ও ডায়াবেটিস ছিল।

ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) রতন কান্তি দে জানান, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।  

দাগনভূঞা থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রাসেল মিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।