পরশুরাম প্রতিনিধি->>

পরশুরামে বিপুল পরিমান ভারতীয় অবৈধ শাড়ীসহ একটি পিকাআপ গাড়ি জব্দ করেছে বিজিবি। গতকাল রাতে পৌর এলাকার পরশুরাম-বাঁশপদুয়া সড়কের বড় তালেবের বাড়ি সংলগ্ন রাস্তা থেকে পিকাআপ ভর্তি ত্রিশ গাইড শাড়ি জব্দ করে ডাকবাংলো বিজিবি ক্যাম্পে নিয়ে যায়।

শনিবার দুপুরে বিজিবির সদস্যরা বর্ডার গার্ড বাংলাদেশে(বিজিবি) ফেনীস্থ জয়লস্কর ক্যাম্পে নিয়ে যান। এই ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

জানা যায়, বিজিবির উপস্থিতি টের পেয়ে রাস্তায় শাড়ি ভর্তি পিকআপ গাড়ি রেখে চালক মোঃ সজিব দ্রুত পালিয়ে যায়। সে পৌর এলাকার খোন্দকিয়া গ্রামের নুরু মিয়ার ছেলে। এর আগে সে শাড়িভর্তি পিকআপসহ ব্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যা ব)’র হাতে গ্রেফতার হয়েছিলেন।

স্থানীয় এলাকা বাসী সহ বিভিন্ন সুত্রে জানা গেছে, পৌর এলাকার বাঁশপদুয়া গ্রামের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে বিপুল পরিমান পিকআপ ভর্তি শাড়ি ফেনীর উদ্দেশ্যে রাওনা দেয় এসময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিজিবির সদস্যরা পরশুরাম-বাঁশপদুয়া সড়কের বড় তালেবের বাড়ি সংলগ্ন স্থান থেকে শাড়িসহ পিকাআপ গাড়ি জব্দ করে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় জব্দকৃত শাড়ী মোঃ জাবেদ, শিমুল, ইদু মিয়া, মোঃ ছুট্টোর বলে জানা গেছে।

অপরদিকে পরশুরাম উপজেলায় শাড়ী, চিনি,মাদকসহ বিভিন্ন চোরাচালানোর মুল হোতা স্থানীয় এক জনপ্রতিনিধির ব্যক্তিগত সহকারি ছত্রছায়ায় চলছে বলে জানা গেছে। প্রতিদিন পুলিশ ও বিজিবির সদস্যদরে মাসোহার দিয়ে লাখ লাখ টাকা চোরাচালান চালিয়ে যাচ্ছে।