প্রেস বিজ্ঞপ্তি->>

ফেনীর কৃতি সন্তান বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব লন্ডন এনটিভির জনপ্রিয় ইসলামিক উপস্থাপক ও ফেনী দাগনভূঞা রঘুনাথপুর দারুল উলুম মহিউচ্ছুন্নাহ মাদ্রাসা মোহতামিম মাওলানা ক্বারী সালাহউদ্দিন জাহাঙ্গীর কোরআন প্রেমীদের সর্ববৃহৎ সংগঠন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের ২০২৩-২৫ সেশনের কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে পুন:নির্বাচিত হয়েছে।

গত (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সম্মেলনে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।

সম্মেলনে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের ২০২৩-২৫ সেশনের সভাপতি বাংলাদেশ বেতারের প্রধান ক্বারী আল্লামা আবু রায়হান ও শায়খ সাদ সাইফুল্লাহ মাদানীকে মহাসচিব করে ৩৭ বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এমপি, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক মাহবুব হোসেন।

মাওলানা ক্বারী সালাহউদ্দিন জাহাঙ্গীর বর্তমানে, ইউরোপ এনটিভি লন্ডনের ইসলামিক উপস্থাপক ও আলোচক, বিলাল একাডেমী এন্ড মসজিদ বার্মিংহাম ইউকের খতীব ও সেক্রেটারি, এফ এম ট্রাস্ট ইউকের ফাউন্ডার চেয়ারম্যান,
রঘুনাথপুর দারুল উলুম মহিউচ্ছুন্নাহ মাদ্রাসা (বাংলাদেশ) ফেনীর প্রিন্সিপাল, জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব (ঢাকা, বাংলাদেশ) চেয়ারম্যান, কলরবের প্রতিষ্ঠাতা আইনুদ্দীন আল আজাদ রহ. এর নামে প্রতিষ্ঠিত “মাদ্রাসাতু জামেউল উলুম আইনুদ্দীন” (ঝিনাইদহ, বাংলাদেশ) এর চেয়ারম্যান, ইসলামী সাংস্কৃতিক জোট বাংলাদেশ প্রধান পৃষ্ঠপোষক ও ইনসাফ ২৪.কম এর উপদেষ্টা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের ২০২৩-২৫ সেশনে ৩৭ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি মাওলানা ক্বারী আযহারুল ইসলাম, সহ সভাপতি মাওলানা আবদুল আউয়াল খান, মাওলানা ক্বারী মুহাম্মদ ইউসুফ, মাওলানা কামাল উদ্দিন, মুফতি আবদুস সালাম, মাওলানা ক্বারী একেএম ফিরোজ, মহাসচিব শায়খ সাদ সাইফুল্লাহ মাদানী, যুগ্ম মহাসচিব মাওলানা ক্বারী মাসউদর রহমান, মাওলানা ক্বারী সাইদুল ইসলাম আসাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা ক্বারী সালমান রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ, মাওলানা মোস্তাফিজ রাহমানী, অর্থ সম্পাদক মাওলানা আবদুর রহমান মৃধা, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুহাম্মদ উল্লাহ সাদেকী, সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম শরীয়তপুরী, আন্তর্জাতিক সম্পাদক পীরজাদা মাওলানা মুহাম্মদ হানজালা, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা মাকসুদুল হক মাদানী, প্রচার সম্পাদক মাওলানা নোমান তাফহিম, সহ প্রচার সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক জামিল, দফতর সম্পাদক মাওলানা হাবিবুর রহমান ঢাকুবী, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা মাহমুদ জব্বার, নির্বাহী সদস্য মাওলানা জামাল হোসাইন, মাওলানা জিয়াউর রহমান, মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা নুরুল হুদা তুহিন, মাওলানা আবদুল্লাহ আল মামুন, মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা আবু সালেহ, মাওলানা আরিফুল ইসলাম মাহমুদী, মাওলানা ইউসুফ বিন শফিক মাওলানা আবু তাহের সিদ্দিকী নিউ ইর্য়ক, মাওলানা মুহাম্মদ।

নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভায় শপথ গ্রহণ, ৫১ সদস্য বিশিষ্ট মজলিসে শূরা, উপদেষ্টা পরিষদ ও পৃষ্টপোষক পরিষদ গঠিত হবে।