ছাগলনাইয়া | তারিখঃ September 30th, 2023 | নিউজ টি পড়া হয়েছেঃ 9901 বার

ছাগলনাইয়া প্রতিনিধি->>
ছাগলনাইয়ায় নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংক ভেঙে দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ট্যাংক ভেঙে তাঁদের লাশ উদ্ধার করে। এর আগে শুক্রবার বিকেলে দুই শ্রমিক সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করতে নেমেছিলেন।
নিহতরা হলেন- ছাগলনাইয়া উপজেলার করৈয়া বাজার এলাকার মহিম উদ্দিন (৩৫) ও বাগেরহাটের বিকাশ চন্দ্র দাস (৩০)।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, উপজেলা সদরের থানা পাড়ায় কুয়েতপ্রবাসী শহীদুল্লার নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকের কাজ করছিলেন দুই শ্রমিক মহিম উদ্দিন ও বিকাশ চন্দ্র দাস। কাজ চলাকালে বাড়ির শিশু বা অন্য কেউ যেন ভেতরে পড়ে না যায়, সে জন্য ট্যাংকের মুখ বন্ধ করে রাখা হয়েছিল। মুখ বন্ধ থাকায় ভেতরে গ্যাস জমা হয়। রাতে মহিম উদ্দিন ও বিকাশ চন্দ্র দাস নিজ নিজ বাসায় না ফেরায় সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি শুরু করে তাঁদের পরিবার। শনিবার সকালে থানা পাড়ার ওই বাড়িতে খোঁজ করার একপর্যায়ে সেপটিক ট্যাংকের ভেতর মানুষের হাত-পা দেখতে পান পরিবারের লোকজন। পরে ছাগলনাইয়া থানা-পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ও উদ্ধারকর্মীরা লাশ উদ্ধার করার পর পরিবারের লোকজন তাঁদের শনাক্ত করেন।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় পলাশ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও উদ্ধারকর্মীরা। সেপটিক ট্যাংকের দেয়াল ভেঙে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- ফেনীতে অবরোধের সমর্থনে মশাল মিছিল
- ফেনীতে অবরোধের সমর্থনে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
- দাগনভূঞায় নৌকার প্রার্থীর সভায় বক্তব্য রাখায় বিএনপি নেতা বহিষ্কার
- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: ফেনীর তিনটি আসনে ৩৮ প্রার্থীর মনোনয়ন দাখিল
- ফেনীতে হরতালের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল
- সোনাগাজীতে মনোনয়ন না পেয়ে কাঁদলেন উপজেলা চেয়ারম্যান
- ফেনীর তিনটি আসনে মনোনয়নপত্র সংগ্রহ ৩০, জমা ৪ জন
- ফেনীতে কিশোর গ্যাংয়ের হামলায় গুলিবিদ্ধসহ আহত ১০, আটক ৩
- দাগনভূঞায় বাসের ধাক্কায় বেকারি শ্রমিক কিশোর নিহত
- ফেনী-১:জাসদ’র শিরিনের পর আ’লীগের নাসিমের মনোনয়ন দাখিল
Leave a Reply