ছাগলনাইয়া | তারিখঃ September 29th, 2023 | নিউজ টি পড়া হয়েছেঃ 9297 বার

ছাগলনাইয়া প্রতিনিধি->>
ছাগলনাইয়ায় সিএনজিচালিত অটোরিকশা ইউটার্ন নেওয়ার সময় দ্রুতগতির বাসের ধাক্কায় এক সেনা কর্মকর্তাসহ অটোরিকশার তিনজন নিহত হয়েছেন। শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর ছাগলনাইয়া উপজেলায় নিজকুঞ্জরা এলাকায় এ দূর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার ও সেনা কল্যাণের চট্টগ্রাম শাখার কর্মকর্তা আবু তাহের (৫৯), তার স্ত্রী সালমা আক্তার (৪৮) এবং সিএনজিচালিত অটোরিকশার চালক মনা মিয়া (৩০)। তাদের বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের নাঙ্গলমোড়া গ্রামে।
পুলিশ জানায়, ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ সমিতির বাজারের পাশে নিজকুঞ্জরা এলাকার চট্টগ্রামমুখী লেনের পাশে একটি পাম্প থেকে গ্যাস ভরে ইউটার্ন নিয়ে ঢাকামুখী লেনে যাচ্ছিল একটি অটোরিকশা। এ সময় শ্যামলি পরিবহনের একটি দ্রুতগামি বাস সজোরে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই দুজন নিহত হন। স্থানীয় লোকজন হতাহতদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠালে চিকিৎসক অন্যজনকেও মৃত ঘোষণা করেন।
নিহত আবু তাহেরের ভাই ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাদেক হোসেন জানান, তার ভাই ও ভাইয়ের স্ত্রী চট্টগ্রামের মিরসরাইয়ের বাংলাবাজারে শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে তারা দূর্ঘটনায় নিহত হন।
ফাজিলপুর হাইওয়ে ওসি রাশেদ খান চৌধুরী জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জনের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত অটোরিকশা উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- ফেনীতে অবরোধের সমর্থনে মশাল মিছিল
- ফেনীতে অবরোধের সমর্থনে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
- দাগনভূঞায় নৌকার প্রার্থীর সভায় বক্তব্য রাখায় বিএনপি নেতা বহিষ্কার
- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: ফেনীর তিনটি আসনে ৩৮ প্রার্থীর মনোনয়ন দাখিল
- ফেনীতে হরতালের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল
- সোনাগাজীতে মনোনয়ন না পেয়ে কাঁদলেন উপজেলা চেয়ারম্যান
- ফেনীর তিনটি আসনে মনোনয়নপত্র সংগ্রহ ৩০, জমা ৪ জন
- ফেনীতে কিশোর গ্যাংয়ের হামলায় গুলিবিদ্ধসহ আহত ১০, আটক ৩
- দাগনভূঞায় বাসের ধাক্কায় বেকারি শ্রমিক কিশোর নিহত
- ফেনী-১:জাসদ’র শিরিনের পর আ’লীগের নাসিমের মনোনয়ন দাখিল
Leave a Reply