দাগনভূঞা | তারিখঃ September 30th, 2023 | নিউজ টি পড়া হয়েছেঃ 10623 বার

দাগনভূঞা প্রতিনিধি->>
দাগনভূঞায় এক যুবলীগ নেতার বিরুদ্ধে টিসিবির পণ্য খোলা বাজারে বিক্রির অভিযোগ উঠেছে। অবৈধভাবে বিক্রির তথ্য পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমান টিসিবির পণ্য জব্দ করেছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেহরাজ শারবীন। অভিযান টের পেয়ে টিসিবির ডিলার যুবলীগ নেতা নজরুল বাঙালী পালিয়ে যান। তবে টিসিবির পণ্য খোলা বাজারে বিক্রির অভিযোগ অস্বীকার করেছে যুবলীগ নেতা।
স্থানীয়রা জানায়, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বাঙালী শুক্রবার সন্ধ্যায় টিসিবির পণ্য খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করছিলো। বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসনকে অবগত করে কয়কেজন। খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থলে যায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেহরাজ শারবীন।
মেহরাজ শারবীন বলেন, রাজাপুর ইউনিয়নে টিসিবি পণ্য বিক্রির ডিলারশিপ নেন নজরুল বাঙালী ট্রেডার্সের স্বত্বাধিকারী নজরুল ইসলাম বাঙালী। সরকারী পন্য অবৈধ মজুদ ও খুচরা বাজারে বিক্রীর খবর পেয়ে অভিযান পরিচারনা করে টিসিবির ১৬ বস্তা ডাল, ৩৩ বস্তা চাল, ৮৩ বোতল (২ লিটার) তেল ওও খুচরা ডাল ৭০ কেজি জব্দ করা হয়। অভিযান টের পেয়ে টিসিবির ডিলার নজরুল বাঙালী পালিয়ে যান।
দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নবনিতা চাকমা জানান, ঘটনাস্থল থেকে টিসিবির মালামাল জব্দ করে সরকারি গুদামে জমা দেয়া হয়েছে।
এদিকে অভিযুক্ত নজরুল ইসলাম বাঙালীর রাতে ফেসবুক লাইভে বলেন, তিনি টিসিবির কোন পন্য খোলা বাজারে বিক্রী করেননি। টিসিবির কার্ডধারীরা নিদ্দিষ্ঠ সময়ে পন্য বুঝে না নেওয়ায় পৌর মেয়রের পরামর্শে মালগুলো গুদামে মজুদ করা হয়েছে। যা পরবর্তীতে কার্ডধারীদের দেয়া হতো। এক্ষেত্রে কোন অসদুপায় অবলম্বন করেননি। অতীতে তার বিরুদ্ধে এমন কোন অভিযোগও কেউ তুলতে পারেনি।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- ফেনীতে অবরোধের সমর্থনে মশাল মিছিল
- ফেনীতে অবরোধের সমর্থনে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
- দাগনভূঞায় নৌকার প্রার্থীর সভায় বক্তব্য রাখায় বিএনপি নেতা বহিষ্কার
- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: ফেনীর তিনটি আসনে ৩৮ প্রার্থীর মনোনয়ন দাখিল
- ফেনীতে হরতালের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল
- সোনাগাজীতে মনোনয়ন না পেয়ে কাঁদলেন উপজেলা চেয়ারম্যান
- ফেনীর তিনটি আসনে মনোনয়নপত্র সংগ্রহ ৩০, জমা ৪ জন
- ফেনীতে কিশোর গ্যাংয়ের হামলায় গুলিবিদ্ধসহ আহত ১০, আটক ৩
- দাগনভূঞায় বাসের ধাক্কায় বেকারি শ্রমিক কিশোর নিহত
- ফেনী-১:জাসদ’র শিরিনের পর আ’লীগের নাসিমের মনোনয়ন দাখিল
Leave a Reply