দাগনভূঞা প্রতিনিধি->>

দাগনভূঞায় এক যুবলীগ নেতার বিরুদ্ধে টিসিবির পণ্য খোলা বাজারে বিক্রির অভিযোগ উঠেছে। অবৈধভাবে বিক্রির তথ্য পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমান টিসিবির পণ্য জব্দ করেছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেহরাজ শারবীন। অভিযান টের পেয়ে টিসিবির ডিলার যুবলীগ নেতা নজরুল বাঙালী পালিয়ে যান। তবে টিসিবির পণ্য খোলা বাজারে বিক্রির অভিযোগ অস্বীকার করেছে যুবলীগ নেতা।

স্থানীয়রা জানায়, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বাঙালী শুক্রবার সন্ধ্যায় টিসিবির পণ্য খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করছিলো। বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসনকে অবগত করে কয়কেজন। খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থলে যায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেহরাজ শারবীন।

মেহরাজ শারবীন বলেন, রাজাপুর ইউনিয়নে টিসিবি পণ্য বিক্রির ডিলারশিপ নেন নজরুল বাঙালী ট্রেডার্সের স্বত্বাধিকারী নজরুল ইসলাম বাঙালী। সরকারী পন্য অবৈধ মজুদ ও খুচরা বাজারে বিক্রীর খবর পেয়ে অভিযান পরিচারনা করে টিসিবির ১৬ বস্তা ডাল, ৩৩ বস্তা চাল, ৮৩ বোতল (২ লিটার) তেল ওও খুচরা ডাল ৭০ কেজি জব্দ করা হয়। অভিযান টের পেয়ে টিসিবির ডিলার নজরুল বাঙালী পালিয়ে যান।

দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নবনিতা চাকমা জানান, ঘটনাস্থল থেকে টিসিবির মালামাল জব্দ করে সরকারি গুদামে জমা দেয়া হয়েছে।

এদিকে অভিযুক্ত নজরুল ইসলাম বাঙালীর রাতে ফেসবুক লাইভে বলেন, তিনি টিসিবির কোন পন্য খোলা বাজারে বিক্রী করেননি। টিসিবির কার্ডধারীরা নিদ্দিষ্ঠ সময়ে পন্য বুঝে না নেওয়ায় পৌর মেয়রের পরামর্শে মালগুলো গুদামে মজুদ করা হয়েছে। যা পরবর্তীতে কার্ডধারীদের দেয়া হতো। এক্ষেত্রে কোন অসদুপায় অবলম্বন করেননি। অতীতে তার বিরুদ্ধে এমন কোন অভিযোগও কেউ তুলতে পারেনি।