ছাগলনাইয়া প্রতিনিধি->>

ছাগলনাইয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে অপর একটি কাভার্ডভ্যানের ধাক্কায় বেলাল হোসেন (৩৩ নামে এক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ছাগলনাইয়া উপজেলার সমিতি বাজার এলাকায় ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।

বেলাল হোসেন চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার পশ্চিম সিকদারশীল এলাকার শেখ লোকমানের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার যান্ত্রিক ত্রুটির কারণে একটি কাভার্ডভ্যান মহাসড়কের সমিতি বাজার এলাকায় ঢাকামুখী লেনের এক পাশে দাঁড়িয়ে ছিল। ওইসময় কাভার্ডভ্যানের সামনে দাঁড়িয়ে ছিলেন চালক বেলাল। একপর্যায়ে অপর একটি দ্রুতগতির বেপরোয়া কাভার্ডভ্যান দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে সামনে দাঁড়িয়ে থাকা গাড়ির চালক গুরুত্বর আহত হয়। স্থানীয় লোকজনের সহযোগিতায় ফাজিলপুর হাইওয়ে পুলিশ আহত বেলাল হোসেনকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানিয়েছে ফাজিলপুর হাইওয়ে থানার পরিদশর্ক (ওসি) মো. রাশেদ খান চৌধুরী বলেন, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।