শহর প্রতিনিধি->>

ফেনীতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী পালনে বিশ্ব সুন্নী আন্দোলন শহরের মিজান ময়দানে ঈদে আজম মহা সমাবেশ করেছে। 

সংগঠনের প্রধান হাফেজ আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ সভাপতিত্ব ও মোনাজাত পরিচালনা করেন। বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্টাতা সৈয়দ আল্লামা ইমাম হায়াত। 

পরে সমাবেশ স্থল থেকে বিশ্ব সুন্নী আন্দোলন পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজির নেতৃত্বে একটি জশনে জুলুস বের হয়। 

সমাবেশে বক্তারা, রাসুলের আদর্শ অনুসরণ করে একটি কল্যাণময় পৃথিবী প্রতিষ্ঠায় সবার প্রতি আহ্বান জানান। এছাড়া, ইসলামী ছাত্র সেনা,বাংলাদেশ আহলে সুন্নত ওয়াল জামায়াতসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে জসনে জুলুস ও আলোচনা সভা হয়েছে।