ছাগলনাইয়া প্রতিনিধি->>

ছাগলনাইয়া পৌর শহরের জমদ্দার বাজারে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটকে দেখেই ব্যবসায়ীরা ৫০ টাকার পরিবর্তে আলুর কেজি ৩৫ টাকায় বিক্রি শুরু করেন।

গতকাল দুপুরে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌমিতা দাশ পৌর শহরের জমদ্দার বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।

এ সময় সরকার নির্ধারিত মূল্য তোয়াক্কা না করে ৫০ টাকা মূল্যে আলু বিক্রি করাসহ নানা অভিযোগে ৫টি মামলায় ৫ জন ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌমিতা দাশ আজকের পত্রিকা বলেন, ‘অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।’