
বিশেষ প্রতিনিধি->>
সোনাগাজী ও দাগনভূঞাতে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে গতকাল সোমবার পৃথকভাবে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ফেনী-৩ আসনের সংসদ সদস্য লে: জে: (অব:) মাসুদ উদ্দিন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে মাসুদ চৌধুরী এমপি বলেন, বর্তমান সরকার যে উন্নয়ন করেছে তার সুফল পাচ্ছে দেশের নাগরিকরা। সরকার বাংলাদেশকে ক্ষুদা ও দারিদ্রমুক্ত করতে চায়। সরকারের উন্নয়ন সার্বিকভাবে সব মানুষের জন্য। বিশেষ করে গ্রামের মানুষের জন্য। বিগত কয়েক বছরে দেশের অর্থনৈতিক উন্নয়ন দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। এই উন্নয়নকে স্বচ্ছতার সাথে বাস্তবায়ন করে দেশকে এগিয়ে নিতে হবে।
সোনাগাজীতে উপজেলা নির্বাহ্রি অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, সোনাগাজী পৌরসভার মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, সহকারি কমিশনার (ভূমি) অনীক চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাখাওয়াতুল হক বিটু ও ভাইস চেয়ারম্যান (মহিলা) জোবেদা নাহার মিলি।
মাস্টার বেলাল হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আবদুল কাদের মোজাহিদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রফেসর মফিজুল হক। এসময় প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
অপরদিকে দাগনভূঞায় উপজেলা নির্বাহি অফিসার নিবেদিতা চাকমার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতনসহ প্রশাসনিক কর্মকর্তারা। এসময় প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- ফেনীতে পিটু বাহিনীর প্রধান যুবলীগ নেতা পিটু ‘আটক’
- ফেনীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে আলোচনা সভা
- ফুলগাজীতে গাঁজাসহ নারী ও কিশোর গ্রেপ্তার
- ফেনীতে ১৫ বছরে ৮০ হাজার উপকারভোগী পেয়েছে ৫৫৩ কোটি টাকা
- ফেনীর প্রতারণা মামলায় চাকরিচ্যুত কারারক্ষী কুমিল্লায় গ্রেপ্তার
- দাগনভূঞার সাজাপ্রাপ্ত আসামী আব্দুল হাই সবুজ ঢাকায় গ্রেপ্তার
- পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবারের অর্থ বরাদ্দ বাড়লেও বাড়েনি মান
- ফেনীতে পুত্রবধূ হত্যায় শাশুড়ি গ্রেপ্তার
- ঢাকায় সন্ত্রাসী হামলায় ভুবনের মৃত্যু, ফেনীতে প্রতিবাদ
- অধিকারের আদিলুর ও এলানের মুক্তির দাবিতে ফেনীতে মৌন প্রতিবাদ ও মানববন্ধন
Leave a Reply