সোনাগাজী প্রতিনিধি->>

সোনাগাজীতে হিরণ চন্দ্র জল দাশ (৪৫) নামে একজন দরিদ্র জেলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে চরমজলিশপুর ইউনিয়নের কুঠিরহাট আশা অফিসের সামনে একটি কড়ই গাছের ডালে (মাটি থেকে প্রায় ৩০ ফুট উপরে) ঝুলতে দেখে লোকজন থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা এঘটনাকে আত্মহত্যা বলেই প্রাথমিক ভাবে ধারনা করেছেন।

মৃত হিরন চন্দ্র দাশের স্ত্রী হীরা বালা দাস জানান, পরিবারে আর্থিক অনটনসহ নানা ধরনের সমস্যা জনিত কারনে সে আত্মহত্যার পথ বেঁচে নিতে পারে।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মো. হাসান ইমাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।