ছাগলনাইয়া প্রতিনিধি->>

ছাগলনাইয়ায় তিন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ তিন ইউনিয়ন পরিষদের পুরষ্কৃত ও সম্মাননা দিয়েছে উপজেলা প্রশাসন।

রোববার বিকেলে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে উপজেলা হলরুমে আয়োজিত আলোচনা সভায় ২০২২-২৩ অর্থবছরে হোল্ডিং ট্যাক্স আদায়ে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ শুভপুর, জন্ম-মৃত্যু নিবন্ধনে ঘোপাল ও বার্ষিক কর্মদক্ষতা মূল্যায়নে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে স্বীকৃতি পেয়েছে পাঠাননগর ইউনিয়ন পরিষদ।

শুভপুর ইউনিয়ন পরিষদ সচিব জাহাঙ্গীর আলম, ঘোপাল ইউনিয়ন পরিষদ সচিব সাদ্দাম হোসেন মজুমদার ও পাঠাননগর ইউনিয়ন পরিষদ সচিব মনোয়ারুল আজিম পরিষদের পক্ষে সম্মাননা পুরষ্কার হিসেবে ক্রেষ্ট গ্রহণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌমিতা দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার। ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, পৌর মেয়র মো. মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, বিবি জোলেখা শিল্পী। বিআরডিবি চেয়ারম্যান মুজিবুর রহমান, রাঁধানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন মজুমদার ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে বক্তব্য রাখেন। ভবিষ্যতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো আওয়াম ীলীগ সরকারকে বিজয়ী করার ওপর গুরুত্বারোপ করেন।