সদর প্রতিনিধি->>

ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল বলেন, নির্বাচনের আগ পর্যন্ত বিএনপি-জামায়াতকে এলাকায় ঢুকতে দেওয়া হবে না। বালিগাঁওতে তাদের রাজনীতি করতে দেওয়া হবে না। কারণ তারা মানুষ হত্যা করে। মানুষের জানমালের ক্ষতি করে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়ন যুবলীগ আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেছেন।

চেয়ারম্যান বলেন, বালিগাঁও আওয়ামী লীগ অতীতের যেকোনো সময় থেকে শক্তিশালী। নির্বাচনের আগে আওয়ামী লীগের অর্জন ও উন্নয়ন মানুষের কাছে জানাতে হবে। উন্নয়ন কার্যক্রম তুলে ধরে নৌকার জন্য ভোট চাইতে হবে। বিএনপি ক্ষমতায় থাকতে বালিগাঁওতে কোনো উন্নয়ন করেনি। শেখ হাসিনার নেতৃত্বে নিজাম উদ্দিন হাজারী বালিগাঁওতে কোটি টাকার উন্নয়ন করেছে। বালিগাঁওয়ের মানুষ নৌকার সঙ্গে বেঈমানি করবে না। নিজাম হাজারীকে ভোট দিয়ে আবারও জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।

বালিগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মামুনের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বালিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক করিমুল আজাদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হাসান কায়েস চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

বালিগাঁও ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল হক মোহনের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর শুক্কুর মানিক, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ইমতিয়াজ উদ্দিন শুভ।

এ সময় বালিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এরআগে বিকেলে বালিগাঁও ইউনিয়নের বক্সবাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হকদি উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে মিলিত হয়।