ঢাকা অফিস->>

ফেনী-৩ (সোনাগাজী-দাগনভুঞা) আসনে সংসদ সদস্য লে. জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরীর নিমন্ত্রণে নৈশভোজে অংশ নিয়েছেন সোনাগাজী ও দাগনভূঞার উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌরমেয়র, উপজেলা ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান ও জেলা পরিষদের সদস্যরা।

এরআগে স্থানীয় সরকার দিবস উপলক্ষে গণভবনে সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার সকল উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদ সদস্য, পৌরসভা মেয়র ও সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ অংশগ্রহণ করেন।

পরে তাদের সৌজন্যে ফেনী-৩ আসনের সংসদ সদস্য লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী (অবঃ) নৈশভোজ এর আয়োজন করেন।

সাংসদ মাসুদ চৌধুরীর জনসংযোগ কর্মকর্তা ওমর ফারুক জানান, স্থানীয় সরকার দিবসে ফেনী-৩ আসনের জনপ্রতিনিধিরা ঢাকায় অবস্থান করায় সকলকে একসাথে পেয়ে সাংসদ মাসুদ উদ্দিন চৌধুরী খুব খুশি হয়েছেন। এজন্য তিনি সকলের জন্য নৈশভোজের আয়োজন করেন।