পরশুরাম প্রতিনিধি->>

পরশুরামে ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল/মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পরশুরাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার।

পরশুরাম উপজেলা সহকারী কমিশনার ভূমি মংচিংনু মারমা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামসুন নাহার পাপিয়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল আলম তালুকদার, একাডেমিক সুপারভাইজার রাসেদুল আলম, পরশুরাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান চৌধুরী আসিফ, কবি শামসুর নাহার বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন আহমেদ, গুথুমা কেবিএ আবদুল আজিজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, ধনীকুন্ডা হোসনে আরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ আলমগীর, নরনিয়া ফজির উদ্দিন আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন।

৫০ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা ফুটবল (বালিকা) এ পরশুরাম কবি শামছুন নাহার বালিকা উচ্চ বিদ্যালয় নরনিয়া ফজির উদ্দিন উচ্চ বিদ্যালয় কে ধনীকুন্ডা হোসনে আরা উচ্চ বিদ্যালয় ৩-০ গোলে খন্ডল বহুমুখী উচ্চ বিদ্যালয় কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

বালিকা (হ্যান্ডবল) এ খন্ডল বহুমুখী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও গুথুমা কেবিএ আবদুল আজিজ উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়েছে।

হ্যান্ডবল (বালক) পরশুরাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়
চ্যাম্পিয়ন ও খন্ডল বহুমুখী উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়েছে।

কাবাডি তে ধনীকুন্ডা হোসনে আরা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও কালিকাপুর বাশারাত উল্লাহ উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়েছে।