দাগনভূঞা প্রতিনিধি->>

দাগনভূঞায় গলায় ফাঁস দিয়ে মিঠুন চন্দ্র কুরী নামে এক পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন। রোববার (১০ সেপ্টেম্বর) সকালে তিনি উপজেলার রামনগর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে নিজ বাড়ীতে আত্নহত্যা করেন তিনি।

নিহত মিঠুন চন্দ্র কুরী (২৬) গোবিন্দপুর গ্রামের বাবুল চন্দ্র কুরীর ছেলে। মিঠুন কক্সবাজারের উখিয়ায় এপিবিয়েন এ কর্মরত ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, কক্সবাজারের উখিয়ায় এপিবিয়েন এ কর্মরত মিঠুন চন্দ্র কুরীর প্রথম স্ত্রী আত্মহত্যা করলে তিনি ২য় বিয়ে করেন। সম্প্রতি তিনি কর্মস্থল থেকে বাড়ীতে বেড়াতে এসে নিজে আত্নহত্যার পথ বেছে নেয়। বাড়ীর লোকজন বিষয়টি জানতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এদিকে মিঠুন চন্দ্র কুরী যখন আত্নহত্যা করে তখন তার ২য় স্ত্রী বাবার বাড়ীতে ছিলেন।

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো, নিজাম উদ্দিন জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহের ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।