ছাগলনাইয়া প্রতিনিধি->>

ছাগলনাইয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে সালিশদ্বার বৃদ্ধ আব্দুর রউফ (৬৫) কে হত্যা করা হয়েছে। শুক্রবার মধ্যরাতে উপজেলার পাঠাননগর ইউনিয়নের গন্ধব্যপুর গ্রামে এঘটনা ঘটেছে।

নিহত আব্দুর রউফ জেলার ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের গন্ধব্যপুর গ্রামের নুর আহাম্মদের ছেলে।

নিহতের স্বজন আজাদ পাটোয়ারী জানান, গন্ধব্যপুর গ্রামের মফিজুর রহমান ভূঞার দুই ছেলে মো. মামুন ভূঞা ওরফে মোকসুদুর রহমান ভূঞা (৪৫) ও তার ভাই মো. মিজানুর রহমান ভূঞা ওরফে স্বপন ভূঞার (৪৮) মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে আগেও একাধিকবার দুই পক্ষের মধ্যে ঝগড়া, হাতাহাতির ঘটনা ঘটেছিল। শুক্রবার রাতে জমিসংক্রান্ত পূর্ব বিরোধ মীমাংসার জন্য তাদের বাড়ির উঠানে সালিস বসে। ওই সালিসে গ্রামের সাবেক ইউপি সদস্য মুছা মিয়া, আবুল মনসুর, মো. মিজান, মো. ইউসুফ, মো. ইউনুছ, আব্দুর রউফ, মহিউদ্দিন সহ স্থানীয় ২০ থেকে ২২ জন উপস্থিত ছিলেন।

সালিসের একপর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে মোকসুদুর ও মিজানুরের মধ্যে তর্ক-বির্তক হয়। এ সময় বিদ্যুৎ চলে গেলে অন্ধকারের মধ্যে মোকসুদুর, তার ছেলে আরমান হোসেন ভূঞা (১৮) ও আরও কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে সালিসে থাকা প্রতিবেশী সালিশদ্বার আব্দুর রউফের ওপর হামলা করেন।

এসময় গুরুত্বর আহত আব্দুর রউফকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সুদ্বীপ রায় পলাশ আরও জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে মোখসুদুর, তার স্ত্রী ও আবুল মনসুর নামে তিনজনকে আটক করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।