দাগনভূঞা প্রতিনিধি->>

দাগনভূঞার রাজাপুরে তথ্য অফিসের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজাপুর ইউনিয়নের মেহেদীপুর গ্রামে আয়োজিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার এস.এম.আল-আমিন।

উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে দেশের অগ্রগতি, অর্জন, সাফল্য, লক্ষ্যসমূহ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জনগণকে অবহিতকরণের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পল্লী চিকিৎসক মো. নুর নবী ও স্বাস্থ্যকর্মী পেয়ারা বেগম।

জেলা তথ্য অফিসের সাইন অপারেটর গোলাম মোস্তফার সঞ্চালনা অনুষ্ঠানের উপস্থিত ছিলেন সমাজসেবক ও ব্যবসায়ী মো. লিটন মিয়া।

প্রধান অথিতি তাঁর বক্তব্যে মাদকের ভয়াবহ কুফল তুলে ধরেন। পাশাপাশি মাদক নির্মূলে তিনি সবাইকে এক সাথে কাজ করার জন্য আহ্বান জানান।তিনি দেশের প্রত্যন্ত অঞ্চলে যৌতুক ও বাল্যবিবাহের প্রচলন নিরুৎসাহিতকরণ এবং এর ক্ষতিকর প্রভাব সবিস্তরে বর্ণনা করেন এবং শিশুদের মানসম্মত শিক্ষা গ্রহণে উৎসাহিত করেন।পাশাপাশি গুজব প্রতিরোধে সবাইকে সচেতন হবার আহ্বান জানান। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক পদক্ষেপ সমূহ আলোচনা করেন। “কিশোর গ্যাং” সংস্কৃতি পরিহারে পারিবারিক শিক্ষার উপর গুরুত্বারোপ করেন।পাশাপাশি প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ, স্কুল ড্রপআউট প্রতিরোধ, ডেঙ্গু প্রতিরোধ, সার্বজনীন পেনশন সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং নানা রকম সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, স্বামী পরিত্যাক্ত মহিলা ভাতাসহ নানা রকম ভাতা প্রাপ্তির শর্তাবলি এবং প্রতারক হতে সাবধান হতে নানা পরামর্শ প্রদান করেন।

স্বাস্থ্যকর্মী পেয়ারা বেগম বলেন, গ্রামীণ এলাকায় শিশুদের পড়ালেখায় নানা রকম বাধা বিপত্তি থাকে, বিশেষ করে মেয়ে শিশুদের পড়ালেখায় গ্রামাঞ্চলে বিশেষ উদাসীনতা দেখা যায়।এটি দূর করতে সকলকে নানা উদাহরণ দিয়ে উদ্বুদ্ধ করেন।

উঠান বৈঠকে স্থানীয় নারী ও শিশুরা উপস্থিত ছিলেন।