ফুলগাজী প্রতিনিধি->>

ফুলগাজীতে ৭০পিস নেশাজাতীয় ট্যবলেটসহ ফয়েজ আহম্মদ (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৩ আগস্ট) রাতে তাকে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বাশুড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাশুড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ফয়েজ আহমেদ নামের ব্যক্তিকে ৭ পাতায় ৭০ পিস নেশাজাতীয় টাপেন্ডাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।

ফুলগাজী থানার উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন রাসেদ নেশা বলেন, ইয়াবা ট্যাবলেটের বিকল্প হিসেবে মাদক কারবারিরা এখন টাপেন্ডাডল ট্যাবলেট বিক্রি করে আসছে। 
দএটি দেশের সীমান্তবর্তী এলাকা ভারত থেকে সীমান্ত পথে অবৈধভাবে নিয়ে আসা হয়। ফুলগাজীর বাশুড়া থেকে গ্রেপ্তারকৃত ফয়েজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।