নিজস্ব প্রতিনিধি->>

নারায়নগঞ্জের রূপগঞ্জ থেকে ফেনীর আবদুল্লাহ আল মামুন টিপু (৩৫) নামের নর্থ সাউথ ইউনিভার্সিটির এক প্রভাষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৩ আগস্ট) সকালে রূপগঞ্জের ২০ নাম্বার সেক্টরের একটি নির্জন এলাকা থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

তিনি ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের গজারিয়া কান্দি পাটোয়ারী বাড়ির আবুল কালামের ছেলে।

নিহত টিপুর বাবা আবুল কালাম জানান, তার ছেলে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর কাওলা নামা পাড়ার গোলটেক এলাকার মিম ভিলা থেকে বের হন। পরে আর বাসায় ফিরেনি। পরিবারের লোকজন সম্ভাব্য সকল স্থানে খুঁজেও তার কোনো সন্ধান পায়নি। সকালে নারায়নগঞ্জের রূপগঞ্জের একটি জনমানবহীন সড়ক থেকে তার লাশটি উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, টিপুর শরীরে কোনো দাগ দেখা যাচ্ছে না। তবে তার দুই কানে রক্তের দাগ লেগে আছে। তাকে পরিকল্পিতভাবে কেউ হত্যা করেছে বলে আমরা ধারণা করছি। তার লাশ ময়নাতদন্ত শেষে আমরা ফেনীতে গ্রামের বাড়িতে নিয়ে আসছি।

ফেনী সদর উপজেলার শর্শদী ইউপি সদস্য ইস্রাফিল রানা জানান, দীর্ঘদিন ধরে মামুন রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে শিক্ষকতা করে আসছেন।

বুধবার সকালে নারায়নগঞ্জের রূপগঞ্জ থেকে তার লাশ উদ্ধার করার বিষয়টি জানতে পেরেছি। তিনি জানান, টিপু একজন সহজ সরল মানুষ। তাকে ঠিক কি কারণে হত্যা করা হয়েছে পরিবার এ বিষয়ে কোনো তথ্য জানাতে পারছে না।