
বিশেষ প্রতিবেদক->>
পরিবারের সাথে অভিমান করে ৮ বছর বয়সে বাড়ি থেকে বের হয়ে যায় লক্ষীপুর জেলার বাসিন্দা রাজু। ২২ বছর আগে ঘর থেকে বের হয়ে পথ হারিয়ে আর বাড়ি ফিরে না পারা রাজু এখন ৩০ বছরের পরিণত বয়সের যুবক।
বর্তমানে ছাগলনাইয়ায় থাকা রাজু হিন্দু নাকি মুসলমান জানে না সে। বলেন, “আমার এখনও খাতনা হয়নি। আমার জাতীয় পরিচয় পত্র নেই।”
এতবছর পর অভিমান ভাঙ্গলেও রাজু এখন ভুলে গেছে তার বাড়ির অবস্থান। কয়েকবার বাড়িতে যাবার স্বপ্ন দেখেও চেনা জানা না থাকায় তার যাওয়া হয়নি। এখন সে বাড়িতে যেতে চায়। জীবনের একাকিত্ব তাকে এখন চরম ভাবে ভাবিয়ে তুলেছে। পরিবার আর স্বজনদের সাথেই থাকতে চায় রাজু।
তিনি জানান, আমার বয়স যখন ৭/৮ বছর, তখন পরিবারের সদস্যদের সাথে ঝগড়ার পর রাগ করে বাড়ি থেকে বের হয়ে যাই। আমার যতদুর মনে পড়ে, আমাদের গ্রামের নাম ছিলো হাজির হাট ইউনিয়নের চর জাঙ্গালীয়া। আমার বাবা কৃষি কাজ করতেন। তাকে মানুষ দুলাল বলে ডাকতো। আমার একভাই ছিলো তার নাম ছিলো রাজন।
বাড়ি থেকে বের হয়ে যাওয়ার ঘটনা বলতে গিয়ে রাজু বলেন, আমি তখন বৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় নামের একটি স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়তাম। আমি পরিবারের ৩ ভাইবোনের সবার ছোট ছিলাম। সবাই আমাকে মারধর করতো। একপর্যায়ে আমি রাগ করে বাড়ি থেকে বের হয়ে যাই। আমাদের গ্রাম থেকে অপরিচিত এক লোকের সাথে গাড়িতে করে আমি ফেনীর মহিপালে চলে আসি। কয়েকদিন রাস্তায় ঘুরে লোকজন থেকে খুজে খেয়ে বাঁচতে থাকি। এক পর্যায়ে পায়ে হেঁটে ফেনীর রানীর হাটে চলে যাই। সেখানে ৪০/৫০ টাকার বিনিময়ে একটি গাছ কাটার মিলে (স’মিল) কাজ পেয়ে যাই। এর পর থেকে আর বাড়িতে যাবার কথা ভাবিনি।
রাজু বলেন, কয়েকমাস স’মিলে কাজ করার পর দিন মজুরের কাজ করতে ছাগলনাইয়া উপজেলায় চলে আসি। মানুষের সাথে সম্পর্ক হয়। আমাকে কেউ শাসন করে না। মানুষের ভালোবাসা পাই। মানুষ আমাকে তাদের ঘরে থাকা ও খাবার ব্যবস্থা করে দেয়। আমি তাদের ঘরে ও বাইরের কাজ করে দেই। এভাবেই চলতে থাকে আমার জীবন। এখন ছাগলনাইয়া পৌর শহরের পশ্চিম ছাগলনাইয়া এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকি। দিনভর ভাড়া করা একটি রিক্সা চালাই। যা পাই তা দিয়ে নিজে খেয়ে বেঁচে আছি।
রাজু বলেন, নিজের থেকে পরিবারের কাছে যাওয়ার জন্য বেশ কয়েক মাস যাবত সারাক্ষণ নানা জল্পনা-কল্পনা করছি। কিন্তু আমিতো লক্ষীপুরের কিছুই চিনি না। লক্ষীপুরে আমার গ্রামের কাউকে আমি চিনি না তারাও আমাকে কেউ চিনে না। আমি সবার সহযোগিতা নিয়ে বাড়ি যেতে চাই। পরিচয়হীন সমাজে আর থাকতে চাই না। আত্মীয়-স্বজন সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে চাই।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- ফেনীতে পিটু বাহিনীর প্রধান যুবলীগ নেতা পিটু ‘আটক’
- ফেনীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে আলোচনা সভা
- ফুলগাজীতে গাঁজাসহ নারী ও কিশোর গ্রেপ্তার
- ফেনীতে ১৫ বছরে ৮০ হাজার উপকারভোগী পেয়েছে ৫৫৩ কোটি টাকা
- ফেনীর প্রতারণা মামলায় চাকরিচ্যুত কারারক্ষী কুমিল্লায় গ্রেপ্তার
- দাগনভূঞার সাজাপ্রাপ্ত আসামী আব্দুল হাই সবুজ ঢাকায় গ্রেপ্তার
- পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবারের অর্থ বরাদ্দ বাড়লেও বাড়েনি মান
- ফেনীতে পুত্রবধূ হত্যায় শাশুড়ি গ্রেপ্তার
- ঢাকায় সন্ত্রাসী হামলায় ভুবনের মৃত্যু, ফেনীতে প্রতিবাদ
- অধিকারের আদিলুর ও এলানের মুক্তির দাবিতে ফেনীতে মৌন প্রতিবাদ ও মানববন্ধন
Leave a Reply