
নিজস্ব প্রতিবেদক->>
ফেনী ড্রাগন কারাতে একাডেমি প্রতিষ্ঠার ১০ বছরে ব্ল্যাক বেল্ট অর্জন করছে ১৭ জন প্রশিক্ষণার্থী। তিনজন নিয়ে শুরু করা একাডেমীর এক দশকে শিক্ষার্থীর সংখ্যা ছুয়েছে তিন শতক এ। পথচলার এই সময়ে একাডেমীর ঝুড়িতে এসেছে জাতীয় ও আন্তর্জাতিক মিলিয়ে অর্ধশতাধিক পদক।
বৃহস্পতিবার বিকেলে শহরের মিজান রোডের বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় মিলনায়তনে ফেনী ড্রাগন কারাতে একাডেমির ১০ বছর পূর্তি ও ব্ল্যাক বেল্ট প্রদান অনুষ্ঠানে এমন তথ্য জানিয়েছেন একাডেমীর প্রধান প্রশিক্ষক ও বাংলাদেশ কারাতে ফেডারেশন’র কোচ এস. ইসলাম শুভ।
ফেনী ড্রাগন কারাতে একাডেমির সেক্রেটারী ইমন উল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, দৈনিক ফেনীর সময়ের সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকারিয়া ফারুক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ।
প্রধান অতিথি ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, ফেনীতে কারাতে একাডেমী এত বৃহৎ পরিসরে কার্যক্রম চালাচ্ছে এটা আগে জানা ছিল না। বিগত এক দশকে তাদের কার্যক্রমে আমি অভিভূত। তাদের প্রশিক্ষনার্থীরা দেশের গণ্ডি ভরিয়ে আন্তর্জাতিকভাবে পদক অর্জন করছে। আমি প্রত্যেকের সফলতা কামনা করছি।
তিনি আরো বলেন, কারতের মাধ্যমে আত্মরক্ষার পাশাপাশি শরীরের ফিটনেস রাখা যায়। বর্তমান সমাজে মোবাইল আসক্তি ও কিশোর গ্যাং এর দৌরাত্ম থেকে শিক্ষার্থীদের ফিরিয়ে আনতে হলে এরকম কারাতে চর্চার বিকল্প নেই। আগামীতে যেকোনো প্রয়োজনে আমি কারাতে একাডেমির পাশে থাকবো।
অনুষ্ঠানে নয় জন প্রশিক্ষনার্থীকে ব্ল্যাক বেল্ট, সার্টিফিকেট, ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ।
শেষে কেক কেটে ফেনী ড্রাগন কারাতে একাডেমির ১০ বছর পূর্তি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে ফেনী জেলা ক্রিকেট কোচ রিয়াজ উদ্দিন রবিন, দৈনিক কালের কন্ঠ’র জেলা প্রতিনিধি আসাদুজ্জামান দারা, আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্র ফেনী’র সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন’র জেলা প্রতিনিধি নাজমুল হক শামীমসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও ক্রীড়াবিদ উপস্থিত ছিলেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- ফেনীতে পিটু বাহিনীর প্রধান যুবলীগ নেতা পিটু ‘আটক’
- ফেনীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে আলোচনা সভা
- ফুলগাজীতে গাঁজাসহ নারী ও কিশোর গ্রেপ্তার
- ফেনীতে ১৫ বছরে ৮০ হাজার উপকারভোগী পেয়েছে ৫৫৩ কোটি টাকা
- ফেনীর প্রতারণা মামলায় চাকরিচ্যুত কারারক্ষী কুমিল্লায় গ্রেপ্তার
- দাগনভূঞার সাজাপ্রাপ্ত আসামী আব্দুল হাই সবুজ ঢাকায় গ্রেপ্তার
- পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবারের অর্থ বরাদ্দ বাড়লেও বাড়েনি মান
- ফেনীতে পুত্রবধূ হত্যায় শাশুড়ি গ্রেপ্তার
- ঢাকায় সন্ত্রাসী হামলায় ভুবনের মৃত্যু, ফেনীতে প্রতিবাদ
- অধিকারের আদিলুর ও এলানের মুক্তির দাবিতে ফেনীতে মৌন প্রতিবাদ ও মানববন্ধন
Leave a Reply