বিশেষ প্রতিনিধি->>

বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় কানাডার ব্রিট্রিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষার জন্য প্রধানমন্ত্রী ফেলোশিপ (পিএফ) ২০২৩-২৪ পেয়েছেন মোহাম্মদ ইকবাল হোসেন। তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও অর্থনীতি বিভাগের চেয়ারম্যান।

গত রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে মাস্টার্স করার জন্য তাকে এই ফেলোশিপ প্রদান করেন। একই সাথে বিভিন্ন ক্যাটাগরিতে আরও কয়েকজনকে ফেলোশিপ প্রদান করা হয়েছে।

ফেলোশিপ প্রাপ্ত মোহাম্মদ ইকবাল হোসেন জানান, ফেলোশিপের অধীন কানাডার ব্রিট্রিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে দুই বছরের উচ্চ শিক্ষার সুযোগ পেয়েছি। চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ক্লাস শুরুর কথা রয়েছে।

জানা যায়, মোহাম্মদ ইকবাল হোসেন সোনাগাজীর সদর ইউনিয়নের সুজাপুর গ্রামে বাসিন্দা। তার বাবার নাম মোহাম্মদ আবদুল হক। বর্তমানে সোনাগাজী পৌরসভার ৮ নাম্বার ওয়ার্ড এর স্থায়ী বাসিন্দা। মোহাম্মদ ইকবাল হোসেন ২০০৬ সালে সোনাগাজী পাইলট স্কুল থেকে এসএসসি ও ২০০৮ সালে ঢাকা নটরডেম কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করেন। ২০১৭ এপ্রিল মাসে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে নিয়োগ পান।

ফেনী সদর উপজেলার সহকারী কৃষি সম্প্রাসারণ অফিসার (অব.) কৃষিতে বঙ্গবন্ধু পুরস্কারপ্রাপ্ত মো. আজিজুল হকের মেয়ে নাহিদ জাহান উর্মির সাথে ২০১৮ সালে ইকবাল হোসেন বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার স্ত্রী উর্মি ফেনীর পাঁচগাছিয়া এ জেড খান স্কুল এন্ড কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। পারিবারিক জীবনে তাদের একটি কন্যা সন্তান রয়েছে।

এদিকে তাঁর শুশ্বর সদর উপজেলার অবসরপ্রাপ্ত সহকারী কৃষি সম্প্রাসারণ অফিসার মো. আজিজুল হক- তাঁর মেয়ের জামাতার এই প্রাপ্তিতে অভিনন্দন জানান এবং আগামীতে দেশ ও জাতির কল্যাণে সুনামের সাথে কাজ করে যাবেন বলে আশা করেন। তিনি মোহাম্মদ ইকবাল হোসেন এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সবার নিকট দোয়া চেয়েছেন।