শহর প্রতিনিধি->>

ফেনী জেলায় ১১ জন অস্বচ্ছল ক্রীড়াসেবীকে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতিজন ক্রীড়াসেবীকে ২৪ হাজার টাকা করে ১১টি চেকের মাধ্যমে মোট ২ লাখ ৬৪ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুর রহমান ক্রীড়া সেবিদের হাতে চেক তুলে দেন

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দ্বীন মোহাম্মদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।

এসময় জেলা প্রশাসনের সহকারি কমিশনার মো. বদরুদ্দোজা, প্রবীণ ক্রীড়া শিক্ষক গোলাম হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দেশের খেলাধুলাকে এগিয়ে নিতে সার্বিক সহযোগিতা করে চলেছেন বলে তার প্রসংশা করা হয়। বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে প্রবীণ ক্রীড়াবিদদের আর্থিক সহায়তা দিয়ে মূল্যায়ন করার মত মহৎ কাজর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়। এতে করে নতুন প্রজন্ম খেলাধুলার প্রতি আগ্রহী হয়ে উঠবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।