ক্রীড়া প্রতিবেদক->>

ফেনীতে বঙ্গবন্ধু আন্ত:কলেজ ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে হাজ্বী মণির আহম্মদ কলেজ ১-০ গোলে সাউথ ইস্ট কলেজ একাদশকে পরাজিত করে চাম্পিয়ান হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ফেনী ভাষা শহীদ আবদুস সালাম ষ্টেডিয়ামে ফাইনাল খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।

খেলার ১ম মিনিটে হাজ্বী মণির আহম্মদ কলেজের মো. আজিমুল হক ১ম গোল করে নিজেদের দলকে এগিয়ে রাখে। খেলার বাকী সময় আর কোন গোল না হওয়ায় হাজ্বী মণির আহম্মদ কলেজ সাউথ ইস্ট কলেজকে ১-০ গোলে হারিয়ে জয় লাভ করে। ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হয় হাজ্বী মণির আহম্মদ কলেজের মো. আজিমুল হক। সেরা গোল দাতা হাসানপুর শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজের অন্তর চন্দ্র পাল। টুর্ণামেন্টন সেরা হিসেবে নির্বাচিত হয় হাজ্বী মণির আহম্মদ কলেজের মো. ওসমান।

ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, ফেনী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং ফেনী জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্ণামেন্ট-২০২৩’ এর সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলাপ্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।

অতিরিক্ত জেলাপ্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাহমিদা হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জাকির হাসান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মো. বাতেন, ফেনী পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম স্বপন মিয়াজী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সহ সভাপতি আমির হোসেন বাহার।

জেলা ফুটবল এসাসিয়েশনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ডালিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন পাটোয়ারি, ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল হক রিপন, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থা নির্বাহী কমিটির সদস্য ও জেলা ফুটবল এসোসিয়েশন এর নির্বাহী কমিটির সদস্যবৃন্দ সহ ক্রীড়ামোদি দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।