শহর প্রতিনিধি->>

ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটে দিনব্যাপি স্কিল কম্পিটিশন ও কারিগরী মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ইনস্টিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত মেলার উদ্বোধন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী প্রদীপ্ত খিসা।

মেলার স্টলসমূহ পরিদর্শন করেন জেলা প্রশাসনের সহকারি কমিশনার মো. বদরুদ্দোজা। এসময় প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মেলায় প্রতিষ্ঠানের ১৫টি বিভাগের শিক্ষার্থী তাদের উদ্ভাবনী প্রযুক্তি উপস্থাপন করে।

ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষক সমিতির সভাপতি জিএম তাজউদ্দিন পলাশ জানান, কম্পিটিশনে ‘আইওটি (ইন্টারনেট অব টিংক) বেসড স্মার্ট সেফটি হেলমেট’ নামে প্রকল্প তৈরি করে ইলেক্টিক্যাল টেকনোলজি বিভাগ প্রথম স্থান অর্জন করে।

এছাড়া ‘স্মার্ট ফায়ার প্রটেকশন সিস্টেম’ প্রদর্শন করে ইলেক্টিক্যাল টেকনোলজি বিভাগের আরেকটি দল ও ‘৩৬০ ডিগ্রি ব্রীজ’প্রদর্শন করে সিভিল বিভাগ তৃতীয় স্থান অর্জন করে।

এদিকে রোববার বিকালে কারিগরী ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে মেলায় বিজয়ী তিনটি দলকে পুরস্কার বিতরণ করা হবে।

এর আগে একই দিন সকালে “স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কারিগরী শিক্ষার ভূমিকা ও করনীয়” শীর্ষক সেমিনার ইনস্টিটিউট মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হবে।

সেমিনারে পলিটেকনিকের শিক্ষক, কর্মকর্তা, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, উন্নয়ন কর্মী, সাংস্কৃতিক সংগঠক, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক প্রতিনিধি অংশ নেবেন বলে জানিয়েছেন ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষক সমিতির সভাপতি জিএম তাজউদ্দিন পলাশ।