ছাগলনাইয়া প্রতিনিধি->>

ছাগলনাইয়ায় তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের হলরুমে ‘উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে দেশের অগ্রগতি, অর্জন, সাফল্য, লক্ষ্যসমূহ ও ভবিষ্যৎ পরিকল্পনা’ সম্পর্কে জনগণকে অবহিতকরণের লক্ষ্যে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাশ। জেলা তথ্য অফিসার এস.এম.আল-আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম, উপজেলা সমবায় কর্মকর্তা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের সাইন অপারেটর
গোলাম মেস্তফা।

প্রধান অথিতি তাঁর বক্তব্যে গ্রামীন কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক নানা সরকারি পদক্ষেপ তুলে ধরেন। তিনি দেশের প্রত্যন্ত অঞ্চলে যৌতুক ও বাল্যবিবাহের প্রচলন নিরুৎসাহিতকরণ এবং এর ক্ষতিকর প্রভাব সবিস্তরে বর্ণনা করেন। শিশুদের মানসম্মত শিক্ষা গ্রহণে উৎসাহিত করেন। পাশাপাশি গুজব প্রতিরোধে সবাইকে সচেতন হবার আহ্বান জানান। কন্যাশিশু লালনপালনে মহিলাদের উৎসাহিতকরণের লক্ষ্যে তিনি উদাহরণ দিয়ে নারীদের উন্নয়ন ও অগ্রগতির চিত্র তুলে ধরেন। গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে জমিসহ ঘর প্রদানের বিষয়টি তিনি উপস্থাপন করেন।

বিশেষ অথিতি তাঁর বক্তব্যে সরকারের মহিলা উন্নয়নের নানা প্রশিক্ষণ কর্মসূচী, ভাতা প্রদান ও নানা সহায়তা কর্মসূচি তুলে ধরেন।

সভাপতি তাঁর বক্তব্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে স্মার্ট সিটিজেন হিসেবে মেয়েদের গড়ে তুলতে শিক্ষার উপর জোর দেন।পাশাপাশি তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে ভাগ্যোন্নয়নের উপর গুরুত্ব দেন।নারীদেরকে নিজের কর্মসংস্থান নিজে করার লক্ষ্যে প্রশিক্ষণ নেয়াকে উৎসাহিত করার পাশাপাশি তাদের “স্টার্টআপ বিজনেস ” বা উদ্যোক্তা হবার জন্য আহ্বান জানান।তাঁদের উৎপাদিত পণ্যের “মার্কেটিং” বা বিজ্ঞাপন করে দেয়ার জন্য “কমন প্লাটফর্ম” তৈরির আহ্বান জানান।

তিনি সাইবার ক্রাইম প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানান।বিভিন্ন ধরণের সাইবার ক্রাইম সম্পর্কে আলোচনা করেন।