শহর প্রতিনিধি->>

‘জেএফএ অ–১২ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপ (ট্যালেন্টহান্ট)-২০২৩ ’এর আঞ্চলিক পর্যায়ের ফাইনালে ট্রাইবেকারে ফেনীকে ৪–৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাঙ্গমাটি দল।

মঙ্গলবার (৩০ মে) বিকালে ফেনী ভাষা শহীদ আবদুস সালাম ষ্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। নির্দিষ্ট সময়ে কোন দল গোল করতে না পারায় খেলা ট্রাইবেকারে গড়ায়।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল। বিশেষ অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুর রহমান, ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন পাটোয়ারী, ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা, ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।

ফেনী জেলা ফুটবল এসোসিয়েশনের সহ–সভাপতি কেবিএম জাহাঙ্গির আলমের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ফেনী জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ডালিম।