ফুলগাজী প্রতিনিধি->>

ফুলগাজীতে বিদ্যুৎস্পৃষ্টে রীনা আক্তার (২৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার দুপুরের দিকে নিজ রান্নাঘরে বিদ্যুতের তার স্পর্শ হয়ে মারা যান তিনি।

নিহত গৃহবধূ উপজেলার আনন্দপুর ইউনিয়নের দক্ষিণ আনন্দপুর গ্রামের মো. ডালিম মিয়ার স্ত্রী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় রান্নাঘরে দুপুরে রান্না করছিলেন রীনা আক্তার। এসময় পাশের একটি ছেড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসিম বিদ্যুতের তার জড়িয়ে এক গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।