ছাগলনাইয়া | তারিখঃ May 26th, 2023 | নিউজ টি পড়া হয়েছেঃ 32398 বার

ছাগলনাইয়া প্রতিনিধি->>
ছাগলনাইয়া আজিজিয়া মাদ্রাসার শিক্ষক আবদুল মান্নান মজুমদারের কাচারি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার ভোরে উপজেলার শুভপুর ইউনিয়নের কৈয়ারা গ্রামের মজুমদার বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পরিবার নিয়ে ফেনী শহরে ভাড়া বাসায় বসবাস করেন ছাগলনাইয়া আজিজিয়া মাদ্রাসার শিক্ষক আবদুল মান্নান মজুমদার। বাড়িতে তার প্রতিবেশির সঙ্গে জায়গা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছে। মাস্টার আবদুল মান্নানের বাড়ির জায়গা বেশ কয়েকবার জবর দখল করার চেষ্টা করেছে একটি মহল। জমির বিরোধকে কেন্দ্র করে থানায় ও আদালতে মামলা চলছে বলে জানা যায়।
মাস্টার আবদুল মান্নান জানান, জায়গার বিরোধের কারণে সংঘাত সংঘর্ষ এড়াতে তিনি পরিবার নিয়ে ফেনী শহরে ভাড়া বাসায় থাকেন। বাড়িতে কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা তার কাচারি ঘরে আগুন দেয়। স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে ঘরটি এবং ঘরে রাখা সকল মালামাল ভষ্মীভূত হয়ে যায়।
তিনি অভিযোগ করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে তার প্রতিপক্ষ ও তার সহযোগীরা ঘরটি পুড়িয়ে দিয়েছে। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। আগুনে ঘর জ্বালিয়ে দেওয়ার বিষয়ে ছাগলনাইয়া থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- আমাদের নিজেদের অর্থ-শ্রম দেশের কাজে লাগালে দেশের আরও উন্নয়ন হবে: জেলা প্রশাসক
- ফেনীতে যুবদলের বিক্ষোভ সমাবেশ
- সংস্কৃতি খাতে বাজেটের ১ শতাংশ বরাদ্দের দাবিতে ফেনীতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সমাবেশ
- ফেনীতে গাঁজাসহ দুই রোহিঙ্গা যুবক আটক
- ফেনীতে জাল সনদে শিক্ষকতা, দুই শিক্ষক চাকুরীচ্যুত
- ফেনীতে বজ্রপাতসহ স্বস্তির বৃষ্টি
- সোনাগাজীতে বজ্রপাতে যুবকের মৃত্যু
- ৬ দফা দিবসে ফেনীতে আওয়ামী লীগের শোভাযাত্রা ও সমাবেশ
- ছাগলনাইয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
- সোনাগাজীতে স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে ছাত্রলীগ কর্মীকে মারধরের অভিযোগ
Leave a Reply