পরশুরাম প্রতিনিধি->>

শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে গণমাধ্যমে আলোচিত ফেনীর পরশুরামের জাহিদুল ইসলামের পাশে দাঁড়িয়েছেন ফেনী জেলা আওয়ামী লীগের সদস্য ও পোর্টল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান মজুমদার।

তিনি শারীরিক প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থী জাহিদুল ইসলামের চলাফেরায় কষ্ট লাঘব করতে একটি অত্যাধুনিক ইলেকট্রিক হুইল চেয়ার উপহার দিয়েছেন।

বুধবার (২৪ মে) বিকেলে পরশুরাম উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাহিদুলের হাতে হুইল চেয়ারটি তুলে দেন শিল্পপতি মিজানুর রহমান মজুমদার।

এসময় ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদার তপন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম সফিকুল হোসেন মহিম, কাউন্সিলর এনামুল হক এনাম, আব্দুল মান্নান, আব্দুল মান্নান লিটনসহ অনেকে উপস্থিত ছিলেন।

জাহিদুলের পরিবার জানান, জাহিদ হুইল চেয়ারে বসেই জীবনের সকল কাজ সারেন। দেশীয় প্রযুক্তিতে বানানো হুইল চেয়ার নিয়ে জাহিদ এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিতে এলে বিষয়টি সবার নজরে আসে। দেশের বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে প্রতিবেদন হলে শিল্পপতি আওয়ামী লীগ নেতা মিজানের নজরে আসে। এরপর তিনি জাহিদকে একটি চেয়ার উপহার দেওয়ার উদ্যোগ নেন।

জাহিদ পৌর এলাকার বাঁশপদুয়া গ্রামের মাদরাসা শিক্ষক আবদুর রউফের ছেলে।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম সফিকুল হোসেন মহিম বলেন, শারীরিক প্রতিবন্ধকতা আটকাতে পারেনি জাহিদকে। সব বাধা ও প্রতিকূলতাকে জয় করে সে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। প্রবল ইচ্ছা শক্তি আর আত্মবিশ্বাসে ভরা এ তরুণ প্রয়োজনীয় সহায়তা পেলে এগিয়ে যেতে পারবে।

হুইল চেয়ার পেয়ে জাহিদুল ইসলাম বলেন, জীবনের দীর্ঘ সময় আমি চলাফেরায় অনেক কষ্ট করেছি। সম্প্রতি আমার পরীক্ষার সময় বিষয়টি সবার নজরে আসে। আমাকে একটি ইলেকট্রিক হুইল চেয়ার দেওয়া হয়েছে। এজন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ। আমি প্রতিবন্ধি হয়ে কারও বোঝা হতে চাই না। আমি পড়া লেখা করে দেশের সম্পদ হতে চাই। মা-বাবার মুখ উজ্জল করতে চাই।

হুইল চেয়ার দাতা মিজানুর রহমান বলেন, শারীরিক প্রতিবন্ধি হলেও জাহিদুলের মেধা আর সাহস তাকে এগিয়ে নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে সে পড়াশোনা করে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবে। আমরা তার পাশে থাকতে চাই।