শহর প্রতিনিধি->>

ফেনীতে বাল‍্যবিবাহ প্রতিরোধ প্রকল্প ও জেলা বাল‍্যবিবাহ প্রতিরোধ কমিটির বার্ষিক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুর রহমান’র সঞ্চালনায় প্রকল্প ও জেলা কমিটির কাজের বার্ষিক অগ্রগতি উপস্থাপন করেন ইপসার জেলা সমন্বয়কারী সাজেদুল আনোয়ার ভূঞা।

প্রধান অতিথি বলেন, বাল‍্যবিবাহ প্রতিরোধে সরকারের সহযোগী হিসেবে ফেনীডে বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসা কাজ করছে। জেলা বাল‍্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস‍্য হিসেবে ইপসা বেশ কিছু কার্যক্রম এ জেলায় ইতোমধ‍্যে সম্পন্ন করেছেন। সরকারের জাতীয় কর্মপরিকল্পনা ২০১৮-২০৩০ বাস্তবায়নে ইপসার কার্যক্রম সত‍্যিই প্রশংসা পাওয়ার যোগ‍্য।

তিনি আরো বলেন, জাতীয় কর্মপরিকল্পনার আলোকে ফেনী জেলার জন‍্য বাল‍্যবিবাহ নিরোধ পরিকল্পনা প্রণয়ন ও অনুমোদন এ মাসে সম্পন্ন করা হবে।

সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মো. বাতেন, সিভিল সার্জন, অতিরিক্ত পুলিশ সুপার সহ কমিটির সদস‍্যগণ উপস্থিত ছিলেন।