দাগনভূঞা | তারিখঃ May 17th, 2023 | নিউজ টি পড়া হয়েছেঃ 3771 বার

দাগনভূঞা প্রতিনিধি->>
দাগনভূঞার সিলোনিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জাকির আহম্মদ (২৮) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব।
বুধবার (১৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র্যাব-৭ এর ফেনী কোম্পানি কমান্ডার মোহাম্মদ সাদেকুল ইসলাম।
আটককৃত মো. জাকির আহম্মদ কক্সবাজার জেলার টেকনাফ থানার ছোট হাবিরপাড়া এলাকার গোলাম কাদেরের ছেলে।
কোম্পানি কমান্ডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে র্যাব দাগনভূঁঞার সিলোনিয়া বাজারস্থ হাজী ইসমাইল টাওয়ার এর সামনে অভিযান চালায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতা মো. জাকির আহম্মদ কৌললে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র্যাব সদস্যরা ধাওয়া করে আটক করে। এসময় তল্লাশী করে তার পরিহিত প্যান্টের পকেট থেকে ২১টি নীল রংয়ের পলিপ্যাকে ৪ হাজার ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
র্যাব আরও জানান, আটককৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবকে বলে সে সুকৌশলে দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট স্বল্প মূল্যে ক্রয় করে পরবর্তীতে ফেনী ও নোয়াখালীসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক বিক্রেতা এবং মাদকসেবনকারীদের কাছে অধিক মূল্যে বিক্রি করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১২ লাখ ৩৬ হাজার টাকা।
গ্রেপ্তারকৃত আসামী ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাগনভূঁঞা থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- আমাদের নিজেদের অর্থ-শ্রম দেশের কাজে লাগালে দেশের আরও উন্নয়ন হবে: জেলা প্রশাসক
- ফেনীতে যুবদলের বিক্ষোভ সমাবেশ
- সংস্কৃতি খাতে বাজেটের ১ শতাংশ বরাদ্দের দাবিতে ফেনীতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সমাবেশ
- ফেনীতে গাঁজাসহ দুই রোহিঙ্গা যুবক আটক
- ফেনীতে জাল সনদে শিক্ষকতা, দুই শিক্ষক চাকুরীচ্যুত
- ফেনীতে বজ্রপাতসহ স্বস্তির বৃষ্টি
- সোনাগাজীতে বজ্রপাতে যুবকের মৃত্যু
- ৬ দফা দিবসে ফেনীতে আওয়ামী লীগের শোভাযাত্রা ও সমাবেশ
- ছাগলনাইয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
- সোনাগাজীতে স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে ছাত্রলীগ কর্মীকে মারধরের অভিযোগ
Leave a Reply