দাগনভূঞা প্রতিনিধি->>

দাগনভূঞা উপজেলার চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগ তদন্তে প্রাথমিক সত্যতা পেয়েছেন তদন্ত কমিটি।

সোমবার (১৫ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়ার হাতে প্রতিবেদন হস্তান্তর করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সুজন কান্তি শর্মা।      

তদন্ত প্রতিবেদন দেখার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া বলেন, স্কুলের পিয়ন হুমায়ুন কবীরের বিরুদ্ধে শ্রেণি কক্ষে শিক্ষার্থীদের যৌন হয়রানির বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তার বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণে জন্য সুপারিশসহ শিক্ষা বিভাগে তদন্ত প্রতিবেদনটি পাঠানো হবে।       

এর আগে অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে জানা যায়, চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন হুমায়ূন কবীরের বিরুদ্ধে শ্রেণি কক্ষে শিক্ষার্থীদের যৌন হয়রানীর অভিযোগ দেওয়া হয়। বিষয়টি প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেনকে জানানো হলেও তিনি কর্ণপাত করেননি। প্রতিকার না পেয়ে শিক্ষার্থীরা স্কুলে যাওয়া বন্ধ করে দেয়।

পরবর্তীতে এ ঘটনায় অভিভাবকরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট প্রতিকার চেয়ে অভিযোগ দেন। পরে ঘটনাটি তদন্তের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়।

ঘটনাটি তদন্ত শেষে সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে তদন্ত প্রতিবেদন তুলে দেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা।