ফেনী | তারিখঃ May 13th, 2023 | নিউজ টি পড়া হয়েছেঃ 19119 বার

শহর প্রতিনিধি->>
ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় নানান প্রস্তুতি গ্রহণ করেছে ফেনী পৌরসভা। শনিবার রাতে ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর নির্দেশে পৌর মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক স্থায়ী কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়।
এতে ফেনী পৌরসভা দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি বাহার উদ্দিন বাহারের সভাপতিত্বে ও পৌরসভার বিভিন্ন ইউনিটের বিভাগীয় প্রধানগণ পরামর্শে নানান বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত সমূহ হলো পৌরবাসীকে সচেতন করার লক্ষ্যে শহর জুড়ে মাইকিং করা। মেডিকেল অফিসার কৃষ্ণপদ সাহা নেতৃত্বে একটি জরুরী সেবা সেল গঠন করা। জরুরী বিদ্যুৎ এর কাজের জন্য একটি টিম গঠন করা হয়। কঞ্জারভেন্সী কার্যক্রমের জন্য একটি টিম গঠন করা হয়। বিদ্যুতের কারণে বাসায় পানি সংকট দেখা দিবে সুপ্রিয় পানি সরবরাহের জন্য গাড়িসহ একটি টিম প্রস্তুত করা হয়। ঝড়-বৃষ্টি চলাকালীন সময়ে পৌরসভা সকল নাগরিককে যার যার বা নিরাপদ আশ্রয়স্থলে থাকার জন্য অনুরোধ করা হয়। যে কোন জরুরী প্রয়োজনে পৌরসভার হটলাইন নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়। মোবাইল নাম্বার ০১৭৩৭৩১৪৪৫৫ ।
ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী জানান, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ও ফেনী ২ আসনের মাননীয় সংসদ নিজাম উদ্দিন হাজারীর পরামর্শে ঘূর্ণিঝড়ের প্রস্তুতি নেয়ার জন্য ফেনী পৌরসভার বিভিন্ন ইউনিটকে নির্দেশনা দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ে কোথাও কোনো ধরনের প্রতিবন্ধকতা বা দুর্ঘটনার সৃষ্টি হলে সাথে সাথে ফেনী পৌরসভার টিম সেখানে গিয়ে কাজ করবে। পাশাপাশি ফেনী পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল ও ফেনী পৌরসভার ১৮টি ওয়ার্ডের কাউন্সিলরদের প্রস্তুত থাকার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় ফেনী পৌরসভার বিভিন্ন ইউনিটের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- ফেনীতে পিটু বাহিনীর প্রধান যুবলীগ নেতা পিটু ‘আটক’
- ফেনীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে আলোচনা সভা
- ফুলগাজীতে গাঁজাসহ নারী ও কিশোর গ্রেপ্তার
- ফেনীতে ১৫ বছরে ৮০ হাজার উপকারভোগী পেয়েছে ৫৫৩ কোটি টাকা
- ফেনীর প্রতারণা মামলায় চাকরিচ্যুত কারারক্ষী কুমিল্লায় গ্রেপ্তার
- দাগনভূঞার সাজাপ্রাপ্ত আসামী আব্দুল হাই সবুজ ঢাকায় গ্রেপ্তার
- পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবারের অর্থ বরাদ্দ বাড়লেও বাড়েনি মান
- ফেনীতে পুত্রবধূ হত্যায় শাশুড়ি গ্রেপ্তার
- ঢাকায় সন্ত্রাসী হামলায় ভুবনের মৃত্যু, ফেনীতে প্রতিবাদ
- অধিকারের আদিলুর ও এলানের মুক্তির দাবিতে ফেনীতে মৌন প্রতিবাদ ও মানববন্ধন
Leave a Reply