ফুলগাজী | তারিখঃ May 7th, 2023 | নিউজ টি পড়া হয়েছেঃ 104026 বার

ফুলগাজী প্রতিনিধি->>
ফুলগাজীতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বসানো সেচ প্রকল্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিড়িক পড়েছে। শুধু গত এপ্রিলেই ১৫টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এতে হুমকির মুখে পড়েছে সেচ প্রকল্প। ট্রান্সফরমার চুরি হওয়ায় বিদ্যুৎ সংকটে জমিতে পানি দিতে পারছেন না কৃষক। একের পর এক ট্রান্সফরমার চুরির ঘটনায় কৃষকের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় ক্ষুব্ধ তারা।
পাউবো সূত্র জানায়, সিলোনীয়া নদী থেকে পানি উত্তোলন করে চাষাবাদের জন্য ফুলগাজীর বিভিন্ন ইউনিয়নে সেচ প্রকল্প চালু করে পাউবো। অনাবাদি জমি চাষাবাদের আওতায় এনে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রকল্পটি চালু করা হয়। প্রকল্প এলাকায় বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে পানি উত্তোলনে বিভিন্ন স্থানে বৈদ্যুতিক ট্রান্সফরমার স্থাপন করে পাউবো। কিন্তু কয়েক মাস বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়ে যাচ্ছে। যেসব এলাকায় ট্রান্সফরমার চুরি হচ্ছে ওইসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় নদী থেকে পানি তোলা যাচ্ছে না। এতে করে বোরো মৌসুমে প্রকল্পের আওতায় সেচ সংকটে ফসলি জমি ফেটে চৌচির। জমিতে পানি দিতে না পেরে স্থানীয় কৃষক দুশ্চিন্তায়। কিন্তু পাউবো অথবা অন্য কোনো সরকারি দপ্তর ট্রান্সফরমার চুরি রোধ ও পুনরায় স্থাপনে তেমন উদ্যোগ নিচ্ছে না।
সংশ্লিষ্ট সূত্র বলছে, গত এপ্রিলেই অন্তত ১৫টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। এর মধ্যে ফুলগাজী সদর ইউনিয়নের গোসাইপুর গ্রামে তিনটি, গাবতলা গ্রামে ছয়টি, দৌলতপুরে তিনটি ও মুন্সিরহাট ইউনিয়নের তারালিয়ায় তিনটি ট্রান্সফরমার চুরি হয়েছে। চুরি হওয়ার পর এসব ট্রান্সফরমার উদ্ধার অথবা চুরি ঠেকাতে তেমন তৎপরতাও দেখা যাচ্ছে না। পাউবো থেকে দায়সারার জন্য থানায় একটি ডায়েরি করা হলেও সবাই যেন নীরব ভূমিকায়।
স্থানীয় কৃষকের অভিযোগ, এলাকায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার রয়েছে। সেগুলো কখনো চুরি হয় না। কিন্তু পাউবোর বসানো ট্রান্সফরমারগুলো চুরির ঘটনা ঘটছে। এ ঘটনায় স্থানীয় অসাধু চক্রের সঙ্গে পাউবো ও পল্লী বিদ্যুতের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা জড়িত থাকতে পারেন।
ফুলগাজীর গোসাইপুর সেচ প্রকল্পের পরিচালক অহিদুন নবী বলেন, ‘গত ২০ এপ্রিল রাতে আমার স্কিমের তিনটি ট্রান্সফরমার চুরি হয়। সকালে গিয়ে দেখি ট্রান্সফরমারের ভেতরের কয়েল ও তেলগুলো নিয়ে গেছে চোরেরা। পরে আমি বিষয়টি পাউবোকে অবহিত করি। একদিকে অনাবৃষ্টি অন্যদিকে নদীতে পানি সংকট। এ অবস্থায় সেচ প্রকল্পের ট্রান্সফরমার চুরি যেন “মড়ার উপর খাঁড়ার ঘা’’।’
ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সেলিম বলেন, ‘সেচ প্রকল্পের বিভিন্ন স্কিমের আওতায় স্থাপিত ট্রান্সফরমার চুরির পর ক্ষতিগ্রস্ত কৃষক বিষয়টি জানাতে এসেছিলেন। আমি বিষয়টি সংশ্লিষ্ট বিভাগকে জানিয়ে প্রতিকারের ব্যবস্থা নিতে অনুরোধ করেছি। গত এক মাসে আমার ইউনিয়নে অন্তত ১২টি ট্রান্সফরমার চুরি হয়েছে। ট্রান্সফরমার চুরি হওয়ায় কৃষক জমিতে পানি তুলতে পারছেন না। এতে করে সেচ প্রকল্পের আওতাধীন বোরো ধানের ব্যাপক ক্ষতি হচ্ছে।
ফেনী পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী (বিডব্লিউডিবি) রাশেদ শাহরিয়ার জানান, ফুলগাজীতে সেচ প্রকল্পের আওতায় স্থাপিত ১৭টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এ বিষয়ে ফুলগাজী থানায় মামলা করা হয়েছে।
ফুলগাজী থানার ওসি আবুল হাসিম বলেন, ‘ট্রান্সফরমার চুরির ঘটনায় দায়েরকৃত মামলার তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত আছে।’
এ বিভাগের অন্যান্য সংবাদ
- আমাদের নিজেদের অর্থ-শ্রম দেশের কাজে লাগালে দেশের আরও উন্নয়ন হবে: জেলা প্রশাসক
- ফেনীতে যুবদলের বিক্ষোভ সমাবেশ
- সংস্কৃতি খাতে বাজেটের ১ শতাংশ বরাদ্দের দাবিতে ফেনীতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সমাবেশ
- ফেনীতে গাঁজাসহ দুই রোহিঙ্গা যুবক আটক
- ফেনীতে জাল সনদে শিক্ষকতা, দুই শিক্ষক চাকুরীচ্যুত
- ফেনীতে বজ্রপাতসহ স্বস্তির বৃষ্টি
- সোনাগাজীতে বজ্রপাতে যুবকের মৃত্যু
- ৬ দফা দিবসে ফেনীতে আওয়ামী লীগের শোভাযাত্রা ও সমাবেশ
- ছাগলনাইয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
- সোনাগাজীতে স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে ছাত্রলীগ কর্মীকে মারধরের অভিযোগ
Leave a Reply