ঢাকা অফিস->>

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব পদে নিয়োগ পেয়েছেন পুলিশ সুপার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এস এম জাহাঙ্গীর আলম সরকার পিপিএম। ৩ মে বুধবার এক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতি কার্যালয়ের (জন বিভাগ) রাষ্ট্রপতির সহকারি একান্ত সচিব এর শূন্য পদে পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার কে এ পদে পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতি কার্যালয়ে সিনিয়র সহকারি সচিব হাবিবুল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এমন তথ্য জানানো হয়েছে।

পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার ইতোপূর্বে পুলিশ হেডকোয়ার্টার্সে পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। তারও পর্বে তিনি ফেনীর পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব এসএম জাহাঙ্গীর আলম সরকার বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী কে নিয়ে একাধিক গান রচনা করেছেন । তিনি বিভিন্ন জাতীয় গণমাধ্যমে প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ে কলাম লিখছেন।