খেলাধুলা | তারিখঃ April 28th, 2023 | নিউজ টি পড়া হয়েছেঃ 8299 বার

আদালত প্রতিনিধি->>
ফেনীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। দিবসের আলোচনা সভায় জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সিনিয়র সহকারী জজ বেগম সুস্মিতা আহমেদ জানান, ফেনীতে জেলা লিগ্যাল এইড অফিস ২০১৪ সালে কাজ শুরু করে। ২০১৮ সাল থেকে সরাসরি অফিসারের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে। ২০২২ সালে জেলা লিগ্যাল এইড অফিস ১০৮টি এডিআর, ৬৮টি নথিজাত, ১৭৬ টি অভিযোগ নিষ্পত্তি করেছে।
তিনি আরও বলেন, বিগত বছর জেলায় আইন পরামর্শ গ্রহীতার সংখ্যা ৩২৮ জন। যার মধ্যে নারী ১৬৬ জন। ওই বছর অসহায় বিচারপ্রার্থীর পক্ষে আইনজীবী নিয়োগ দেয়া হয়েছে ৪১২ জন। ওই বছর জেলা লিগ্যাল এইড অর্থ আদায় করেছে ৭৭ লাখ ৪৫ হাজার ৫শত টাকা।
এর আগে শুক্রবার সকালে “বঙ্গবন্ধুর স্বপ্ন পুরণ, বিনামূল্যে আইনী সেবার দ্বার উম্মোচন” শ্লোগানে ফেনী জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে শোভাযাত্রা, আলোচনা সভা, বৃক্ষ রোপন ও বিনামূল্যে ব্লাডগ্রুপিং কর্মসূচি পালন করা হয়েছে।
জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ এ এস এম রুহুল ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।
জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সিনিয়র সহকারী জজ বেগম সুস্মিতা আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউল হক, পুলিশ সুপার জাকির হাসান, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল বাশার চৌধুরী।
সভায় বক্তব্য রাখেন ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনী সদর উপজেলা পরিষদোর চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, জেলা জজ আদালতের পিপি হাফেজ আহাম্মদ, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, আইনজীবী কাজী বুলবুল আহমেদ সোহাগ, জেলা লিগ্যাল এইড’র প্যানেল আইনজীবী আবদুল আহাদ ভূঞাঁ প্রমুখ।
প্রধান অতিথি ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বলেন, ‘বর্তমান শেখ হাসিনা সরকার দেশে লিগ্যাল এইড কার্যক্রমকে গতিশীল করেছে। দরিদ্র জনগণকে বিনামূল্যে আইনী সেবার পাশাপাশি মামলা দ্রুত নিষ্পত্তি করতে লিগ্যাল এইড অগ্রণী ভূমিকা পালন করছে।’
অনুষ্ঠানে জেলা লিগ্যাল এইডে সর্বাধিক ২৪টি মামলা নিষ্পত্তিকারী প্যানেল আইনজীবী আবদুল আহাদ ভূঞাঁকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
অনুষ্ঠানে বিচার বিভাগের ঊধ্বর্তন কর্মকর্তা, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, আইনজীবী, গণমাধ্যমকর্মী, বিচারপ্রার্থীসহ সুধিসমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- আমাদের নিজেদের অর্থ-শ্রম দেশের কাজে লাগালে দেশের আরও উন্নয়ন হবে: জেলা প্রশাসক
- ফেনীতে যুবদলের বিক্ষোভ সমাবেশ
- সংস্কৃতি খাতে বাজেটের ১ শতাংশ বরাদ্দের দাবিতে ফেনীতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সমাবেশ
- ফেনীতে গাঁজাসহ দুই রোহিঙ্গা যুবক আটক
- ফেনীতে জাল সনদে শিক্ষকতা, দুই শিক্ষক চাকুরীচ্যুত
- ফেনীতে বজ্রপাতসহ স্বস্তির বৃষ্টি
- সোনাগাজীতে বজ্রপাতে যুবকের মৃত্যু
- ৬ দফা দিবসে ফেনীতে আওয়ামী লীগের শোভাযাত্রা ও সমাবেশ
- ছাগলনাইয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
- সোনাগাজীতে স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে ছাত্রলীগ কর্মীকে মারধরের অভিযোগ
Leave a Reply