
শহর প্রতিনিধি->>
ফেনীতে গরু জবাই করে ভূরিভোজের আয়োজন করেছে আর্জেন্টিনার সমর্থকরা। রোববার (১৮ ডিসেম্বর) পৌরসভা চত্বরে ফাইনাল খেলা উপলক্ষে এ আয়োজন করা হয়েছে।
ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকে সমর্থকরা পৌরসভা ও আশপাশের এলাকায় জড়ো হন। এসময় তাদের গান বাজিয়ে আনন্দ উল্লাস করতে দেখা গেছে।
এছাড়া জেলার ছয় উপজেলার বিভিন্ন এলাকায় আর্জেন্টিনার সমর্থকদের আয়োজনে ভূরিভোজের আয়োজন করা হয়েছে। বিভিন্ন এলাকায় খেলা দেখার জন্য বড়পর্দা বসানো হয়েছে। ক্লাব, সংগঠন ছাড়াও বাড়িতে বাড়িতে চলছে উন্নত খাবারের আয়োজন।
এ বিষয়ে নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, আমরা আর্জেন্টিনার ফাইনাল খেলা উপলক্ষ্যে ভূরিভোজের আয়োজন করেছি। আর্জেন্টিনার সমর্থক ছাড়াও এতিম অসহায়দের জন্য খাবারের আয়োজন করা হয়েছে।
আর্জেন্টিনার সমর্থক মাঈন উদ্দিন সুমন বলেন, এখানে আমরা বড়পর্দায় খেলা দেখব। যারা এখানে খেলা দেখতে আসবে তাদের সবাইকে খাওয়ানো হবে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে আমরা তৎপর আছি। খেলাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- ফেনীতে অবরোধের সমর্থনে মশাল মিছিল
- ফেনীতে অবরোধের সমর্থনে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
- দাগনভূঞায় নৌকার প্রার্থীর সভায় বক্তব্য রাখায় বিএনপি নেতা বহিষ্কার
- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: ফেনীর তিনটি আসনে ৩৮ প্রার্থীর মনোনয়ন দাখিল
- ফেনীতে হরতালের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল
- সোনাগাজীতে মনোনয়ন না পেয়ে কাঁদলেন উপজেলা চেয়ারম্যান
- ফেনীর তিনটি আসনে মনোনয়নপত্র সংগ্রহ ৩০, জমা ৪ জন
- ফেনীতে কিশোর গ্যাংয়ের হামলায় গুলিবিদ্ধসহ আহত ১০, আটক ৩
- দাগনভূঞায় বাসের ধাক্কায় বেকারি শ্রমিক কিশোর নিহত
- ফেনী-১:জাসদ’র শিরিনের পর আ’লীগের নাসিমের মনোনয়ন দাখিল
Leave a Reply